Advertisement
২০ এপ্রিল ২০২৪
Haryana

বিধানসভায় খারিজ অনাস্থা প্রস্তাব, হরিয়ানায় টিকে গেল বিজেপি সরকার

৮৮ জন বিধায়কের মধ্যে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সরকারের সমর্থনে ভোট দিয়েছেন ৫৫ জন বিধায়ক।

মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এবং উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা।

মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এবং উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চণ্ডীগড় শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ১৮:৩৯
Share: Save:

কৃষক আন্দোলনের আবহে হরিয়ানার বিজেপি-জননায়ক জনতা পার্টি (জেজেপি) জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দল কংগ্রেস। কিন্তু বুধবার বিধানসভায় পরাজিত হল সেই প্রস্তাব।

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বর্তমানে ৮৮ জন বিধায়ক থাকায় তা কমে দাঁড়িয়েছিল ৪৫-এ। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সরকারের সমর্থনে ভোট দিয়েছেন ৫৫ জন বিধায়ক। বিজেপি-র ৩৯ জনের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালাল দল জেজেপি-র ১০ এবং ৬ জন নির্দল বিধায়ক কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

অন্যদিকে, বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডার আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৩২ জন বিধায়ক। কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন করা দুই জেজেপি বিধায়ক, রামকুমার গৌতম এবং দেবেন্দ্র বাবলিও বুধবার অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

ভোটাভুটির ফল প্রকাশের পর খট্টর বলেন, ‘কৃষি আইন নিয়ে বিরোধীদের মিথ্যা প্রচারের মুখোশ খুলে গিয়েছে।’’ অন্যদিকে হুডার মন্তব্য, ‘‘পরিষদীয় পাটিগণিতের হিসেবে সরকার জয়ী হয়েছে। কিন্তু আজ প্রমাণ হয়ে গিয়েছে, কারা কৃষকদের পাশে রয়েছেন আর কারা কৃষক বিরোধী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE