সারদা-রোজ ভ্যালির মতো চিট ফান্ড কেলেঙ্কারি এক সময় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির প্রধান হাতিয়ার ছিল।
এ বার নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের বিরুদ্ধে রাজস্থানে চিট ফান্ড কেলেঙ্কারির তদন্ত শুরু হওয়ায় প্রবল অস্বস্তিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নামক অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত শেখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থায় শুধু মাত্র রাজস্থান নয়, নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্য গুজরাতেরও হাজার হাজার মানুষ টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন।
জয়পুরের উচ্চ দায়রা আদালত চলতি সপ্তাহেই সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নামক অর্থলগ্নি সংস্থার ৮৮৪ কোটি টাকার কেলেঙ্কারিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শেখাওয়াতের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। কংগ্রেস তাঁকে বরখাস্তের দাবি তুলেছে। শেখাওয়াত পুরোটাই ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু বিরোধীরা যে মোদী সরকারের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ফায়দা তুলবে, তা-ও বুঝতে পারছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী বলেন, ‘‘শেখাওয়াতকে সরাতে গেলে অভিযোগ মেনে নেওয়া হবে। রাজস্থানে বিজেপির দলীয় অভ্যন্তরীণ অঙ্কও গুলিয়ে যাবে। কারণ শেখাওয়াত রাজস্থান বিজেপিতে বসুন্ধরা রাজে-র বিপরীত মেরুর। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করে দলে ভারসাম্য রাখা হয়েছে। যাতে বসুন্ধরা একা ছড়ি ঘোরাতে না পারেন।’’