Advertisement
E-Paper

বিজেপি-আইপিএফটি সংঘাত জারি ত্রিপুরায়

ত্রিপুরায় ব্লক উন্নয়ন উপদেষ্টা কমিটির (বিএসি) চেয়ারম্যান নিয়োগ ঘিরে টানাপড়েন অব্যাহত। রাজ্যের ২৭টি ব্লকে কমিটির নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ১০টি কমিটির দায়িত্ব পেয়েছে আইপিএফটি। তার পর থেকেই বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ, বাজার বন্ধ করে প্রতিবাদে নেমেছেন আইপিএফটি সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ০৫:৫৪

ত্রিপুরায় ব্লক উন্নয়ন উপদেষ্টা কমিটির (বিএসি) চেয়ারম্যান নিয়োগ ঘিরে টানাপড়েন অব্যাহত। রাজ্যের ২৭টি ব্লকে কমিটির নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ১০টি কমিটির দায়িত্ব পেয়েছে আইপিএফটি। তার পর থেকেই বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ, বাজার বন্ধ করে প্রতিবাদে নেমেছেন আইপিএফটি সমর্থকেরা। গোমতী জেলার কিল্লা ব্লকের বিভিন্ন রাস্তা আজ তাঁরা অবরোধ করেছিলেন। দুপুরে পুলিশ তাঁদের উঠিয়ে দেয়।

পশ্চিম জেলার লেফুঙ্গা ব্লকে কোনও কর্মচারীকে দফতরে প্রবেশ করতে দেননি আইপিএফটি-র সমর্থকেরা। মোহনপুরের মহকুমাশাসক প্রসূন দে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আইপিএফটি-র দফতর সচিব বুধু দেববর্মার বক্তব্য, আমাদের সঙ্গে বিজেপির জোট হয়েছে। কিন্তু এই ব্লকে আইএনপিটি-র সমর্থিত রণবীর দেববর্মাকে চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্ত বদল করার জন্যে বিডিও-কে দাবিপত্র দেওয়া হয়েছে। প্রয়োজনে কালও দফতরের সামনে অবরোধ চলবে এবং চেয়ারম্যানকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বুধু। মহকুমাশাসক জানিয়েছেন, তিনি ওই দাবিপত্র জেলাশাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন।

আইএনপিটি-র রণবীর বলেন, ‘‘আমাকে চেয়ারম্যান পদে নিয়োগ করেছে মন্ত্রিসভা। বিডিও কি নিয়োগ করেছেন নাকি পাল্টাতে পারবেন? আইপিএফটি-র সমর্থকেরা কিছু জানেন না। তাই তাঁরা এখানে বসেছেন।’’ এলাকার বিধায়ক এবং মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ‘‘আইপিএফটি এই ব্লকের চেয়ারম্যান পদটি চায়। যদিও এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে দু’দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে। তার পরেও কোনও সমস্যা থাকলে তা বসে আলোচনাতেই মিটিয়ে নেওয়া যাবে।’’ রনবীর ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছেলেন বলেও রতনবাবু জানিয়েছেন।

BJP IPFT Clash Biplab Deb Tripura
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy