Advertisement
২১ মে ২০২৪

শহিদের মেয়েকে নিয়ে সুর বদল বিজেপির

শহিদের মেয়ের বিরোধিতা দলের ভাবমূর্তি খারাপ করছে বুঝেই সুর পাল্টে ফেলল বিজেপি।কার্গিল যুদ্ধে বাবার মৃত্যুকে নিয়ে কলেজছাত্রী গুরমেহর কৌরের (২০) যুদ্ধ-বিরোধী মন্তব্য রাজনীতিতে ঝড় তুলেছে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০৩:২৭
Share: Save:

শহিদের মেয়ের বিরোধিতা দলের ভাবমূর্তি খারাপ করছে বুঝেই সুর পাল্টে ফেলল বিজেপি।

কার্গিল যুদ্ধে বাবার মৃত্যুকে নিয়ে কলেজছাত্রী গুরমেহর কৌরের (২০) যুদ্ধ-বিরোধী মন্তব্য রাজনীতিতে ঝড় তুলেছে। বাবার মৃত্যুতে পাকিস্তানকে দোষ না দিয়ে গুরমেহর যুদ্ধেরই বিরোধিতা করে বসায় বিজেপি, এবিভিপি ও তাদের ঘনিষ্ঠরা বিরোধিতায় ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তাঁকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা শহিদের মেয়ে প্রকাশ্যে নিয়ে আসায় নতুন বিতর্ক শুরু হয়। গুরমেহর যদিও এবিভিপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েও বিরোধীদের মিছিলে যেতে রাজি হননি। তার পরেই সংঘাতের সুর পাল্টে ফেলে বিজেপি। বিতর্কের শুরুতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু মন্তব্য করেছিলেন, ‘‘কে গুরমেহরের মনকে দূষিত করছে, তা খুঁজতে হবে।’’ আজ তিনি বলেন, ‘‘ওই বিষয়ে না জেনেই মন্তব্য করেছিলাম।’’ গুরমেহরকে যারা ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছে তাদের গ্রেফতারের দাবি তুলেছে এবিভিপি।

একটি ভিডিওয় গুরমেহর জানিয়েছিলেন, তাঁর সৈনিক বাবাকে পাকিস্তান মারেনি। যুদ্ধই তাঁকে কেড়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে পাল্টা টুইটে কটাক্ষ করেন বীরেন্দ্র সহবাগ, কুস্তিগির যোগেশ্বর দত্ত। তাঁরা অবশ্য আজ বলেছেন, সকলেরই বাক্‌স্বাধীনতা রয়েছে। একই মত ক্রিকেটার গৌতম গম্ভীরের। আর অনুপম খের গুরমেহরের প্রশংসা করে বলেন, ‘‘কেউই যুদ্ধ চায় না।’’ তবে গুরমেহরের পাশে দাঁড়িয়ে আজ সহবাগদের পাল্টা আক্রমণ করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তাঁর অভিযোগ, সহবাগরা অসংবেদনশীল ভাষায় কথা বলেছেন।

গত ক’দিনে এবিভিপি-র বিরুদ্ধে প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন গুরমেহর। ধর্ষণ, প্রাণে মারার হুমকির পরে কালই জলন্ধরে পরিবারের কাছে চলে যান তিনি। এতে সমালোচনার ঝড় উঠেছে। ভাবমূর্তি খারাপ হচ্ছে বুঝেই তাই বিজেপি ও এবিভিপির অবস্থান বদল। এরই মধ্যে গুরমেহরের মা রাজবীন্দ্র কৌর আজ বলেন, ‘‘ওঁর মা, কিন্তু মেয়ের থেকে অনেক শিখছি। মেয়ে যাতে খোলামেলা চিন্তা করতে পারে, সেই ভাবেই ওঁকে মানুষ করেছি। মেয়েকে দেশ-বিরোধী বললে দুঃখ হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gurmehar Kaur Martyr's daughter BJP ABVP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE