কিছু দিন আগে পর্যন্ত চর্চা ছিল ৭৫ বছরে পা দিতেই তাঁকে রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য চাপ দেবেন আরএসএস নেতৃত্ব। কিন্তু আপাতত সঙ্ঘ তেমন কিছু না করার আশ্বাস দেওয়ায়, আগামিকাল রীতিমতো ধুমধাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদ্যাপন করতে চলেছে বিজেপি।
দিল্লিতে স্কুল-পড়ুয়াদের প্রধানমন্ত্রীর উদ্দেশে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গ্রিটিংস কার্ড, ভিডিয়ো বার্তা পাঠানোর ফরমানে বির্তক দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন পড়ুয়াদের রাজনৈতিক প্রচারের অংশ করা হবে! সমালোচনায় উড়িয়ে আজ মোদীর জন্মদিন উপলক্ষে গান প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ২১টি ভাষাতে যা গেয়েছে দিল্লির স্কুল-পড়ুয়ারা।
আগামিকাল থেকে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত দেশ জুড়ে ‘সেবাপক্ষ’ চালাবে বিজেপি। তাতে বিভিন্ন শহরে রক্তদান, স্বাস্থ্যশিবির, সাফাই অভিযান, বৃক্ষরোপণ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাল দিল্লির ত্যাগরাজ স্টেডিয়াম থেকে ১০১টি আয়ুষ্মান মন্দির, ৫টি হাসপাতালের নতুন ব্লক, ১৫০টি ডায়ালিসিস মেশিন, ‘অটল আশা’ হোমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগামিকাল মধ্যপ্রদেশেরধর এলাকা থেকে ‘সুস্থ নারী শক্তিশালী পরিবার’ ও অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস অভিযানের সূচনা করবেন। এই উপলক্ষে আগামী দু’সপ্তাহে দেশে মহিলাদের জন্য প্রায় এক লক্ষ স্বাস্থ্যশিবির খোলা হবে।
‘সেবাপক্ষ’ উপলক্ষে আজ হজ কমিটির চেয়ারপার্সন কৌসর জহান দিল্লির একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করেন। মোদীর দীর্ঘ দিনের সহকর্মী শাহ আজ একটি প্রবন্ধে ও ভিডিয়ো বার্তায় শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘‘এক বার আমদবাদ থেকে রাজকোট যাওয়ার পথে গাড়ি থামানো হয় খাওয়ার জন্য। আমরা খেলেও, মোদীজি ফল ও বিস্কুট খান।’’ শাহ লিখেছেন, ফেরার পথে তিনি বোঝেন, মোদীজি নিজের জন্য নয়, সঙ্গের কর্মীরা যাতে খেতে পারেন সে জন্য গাড়ি দাঁড় করিয়েছিলেন। শাহের মতে, ‘‘সংগঠনে নিজের থেকেও দলীয় কর্মীদের খেয়াল রাখা উচিত। কিছু না বলেও মোদীজি বুঝিয়ে দেন নেতৃত্ব কী ভাবে দিতে হয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)