ভোটের রাজনীতিতে দ্রুত বদলে যাচ্ছে সঙ্গী। নাগাল্যান্ডে অন্তত তাই হল। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াঙের হাত ছেড়ে ‘পুরনো বন্ধু’ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ নেফিয়ু রিও-র হাত ধরলেন বিজেপি নেতৃত্ব। জেলিয়াঙের এনপিএফের সঙ্গে আসন নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত এনডিপিপির সঙ্গে আসন ভাগ করে নিল তারা। ঠিক হয়েছে, ৬০টি আসনের মধ্যে রিও-র দল এনডিপিপি লড়বে ৪০টি আসনে। বিজেপি প্রার্থী দেবে বাকি ২০টি আসনে।
২০১৪ সালে মুখ্যমন্ত্রীর কুর্শি ছেড়ে আরও বড় দায়িত্বের আশায় নাগাল্যান্ডের রাজপাট জেলিয়াঙের হাতে ছেড়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন রিও। কিন্তু মোদী মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তাঁর। এর পর গত চার বছরে বার বার মুখ্যমন্ত্রীর গদি ফিরে পাওয়ার চেষ্টা করেও সফল হননি রিও।
শেষ পর্যন্ত নতুন দল গড়েন তিনি। তবে সাফল্য আসছিল না। কারণ বিজেপি আগেই জেলিয়াংকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করে এনপিএফের সঙ্গে সমঝোতার কথা ঘোষণা করে দেয়।
তবে বিজেপিকে আসন ছাড়ার ব্যাপারে জেলিয়াং গাঁইগুঁই করতেই রিওর হাত ধরে বিজেপি। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু আজ গুয়াহাটিতে জানান, এনপিএফ ও এনডিপিপি দুই দলই বিজেপির মিত্রতা চাইলেও এনপিএফের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সহমত হওয়া যায়নি। তাই এনডপিপির সঙ্গেই জোট হচ্ছে। তবে জেলিয়াঙের সঙ্গেও তাঁদের মিত্রতা থাকবে বলে রিজিজু জানান।