Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চ্যাংদোলা করে বিজেপি বিধায়ককে সরাল আপ

এক বিজেপি বিধায়ক তারস্বরে চিৎকার করছেন। আর তাঁকে ঘাড়ে তুলে এক দল মার্শাল বের করে নিয়ে যাচ্ছেন দিল্লি বিধানসভার বাইরে। বুধবার দ্বিতীয় দিনের অধিবেশনের মাঝে এমন দৃশ্য দেখে হেসে প্রায় লুটোপুটি খাচ্ছিলেন আপ বিধায়কেরা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০৩:৩৮
Share: Save:

এক বিজেপি বিধায়ক তারস্বরে চিৎকার করছেন। আর তাঁকে ঘাড়ে তুলে এক দল মার্শাল বের করে নিয়ে যাচ্ছেন দিল্লি বিধানসভার বাইরে। বুধবার দ্বিতীয় দিনের অধিবেশনের মাঝে এমন দৃশ্য দেখে হেসে প্রায় লুটোপুটি খাচ্ছিলেন আপ বিধায়কেরা।

তবে এই ঘটনায় কৌতুক খুঁজে পায়নি বিজেপি। ফেব্রুয়ারিতে দিল্লি নির্বাচনে আপ জিতে আসার পর বিধানসভার ৭০টি আসনের মধ্যে মাত্র ৩টি পেয়েছে বিজেপি। সংখ্যালঘু হয়ে পড়াতেই বিধানসভায় তাঁদের এই পরিস্থিতি বলে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়কেরা।

কী ঘটেছে এ দিন? প্রশাসন সূত্রের খবর, দ্বিতীয়ার্ধের অধিবেশন শুরু হতেই সরকারি কর্মীদের বেতন বাড়ানোর দাবি তুলে তারস্বরে চিৎকার জুড়ে দেন বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্ত। তাঁর সঙ্গ দেন বাকি দুই বিজেপি বিধায়ক ও পি শর্মা এবং জগদীশ প্রধান। ওই চিৎকারের জেরে অধিবেশনে বক্তব্য রাখতে অসুবিধে হয় অন্য আপ বিধায়কদের। সূত্রের খবর, এ দিনের সমস্ত গোলযোগের মধ্যমণি ছিলেন বিজেন্দ্র গুপ্ত। অতিষ্ঠ হয়ে স্পিকার রাম নিবাস গয়াল বলেই বসেন, ‘‘ওঁকে কেউ ভিক‌্স খাওয়ান।’’ তা সত্ত্বেও থামানো যায়নি তাঁদের।

অবশেষে এক দল মার্শালকে ডেকে আনা হলে তাঁরা হাত ধরে
টেনে বিজেন্দ্রকে বিধানসভা থেকে বের করে আনার চেষ্টা করেন। তাতে সুবিধে না হলে বীজেন্দ্রকে ঘাড়ে তুলে চ্যাংদোলা করে বের করে আনা হয় বিমানসভার বাইরে। বেরিয়ে যেতে বলা হয় অন্য দুই বিজেপি বিধায়ককেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE