E-Paper

সনিয়ার পাল্টা নিবন্ধ ভূপেন্দ্রর

গৌতম আদানির আদানি পোর্ট সংস্থা এই প্রকল্পের বরাত পেতে আগ্রহ দেখিয়েছে। কংগ্রেসেরসংসদীয় দলনেত্রী সনিয়া গান্ধী একটি নিবন্ধ লিখে এই প্রকল্পের কড়া বিরোধিতা করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৬
(বাঁ দিকে) ভূপেন্দ্র যাদব, সোনিয়া গান্ধী (ডান দিকে)।

(বাঁ দিকে) ভূপেন্দ্র যাদব, সোনিয়া গান্ধী (ডান দিকে)। ফাইল চিত্র।

গ্রেট নিকোবর দ্বীপে জাহাজ বন্দর, উপনগরী তৈরির পরিকল্পনা নিয়ে সনিয়া গান্ধী মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সনিয়াকে জবাব দিতে এ বার মোদী সরকার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে মাঠে নামাল। পরিবেশমন্ত্রীর বক্তব্য সমাজমাধ্যমে তুলে ধরেছে প্রধানমন্ত্রীর দফতরও।

মোদী সরকার গ্রেট নিকোবর দ্বীপে প্রায় ৭২ হাজার কোটি টাকার ‘গ্রেট নিকোবর প্রকল্প’-এর আওতায় জাহাজ বন্দর, বিমানবন্দর, উপনগরী, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে। ভারত মহাসাগর অঞ্চলে চিনের প্রভাব বিস্তারের জবাব হিসেবে এই প্রকল্পকে দেখা হচ্ছে। পণ্য পরিবহণের জন্য বিদেশি বন্দরের উপর নির্ভরতা কমানোও এর অন্যতম লক্ষ্য। গৌতম আদানির আদানি পোর্ট সংস্থা এই প্রকল্পের বরাত পেতে আগ্রহ দেখিয়েছে। কংগ্রেসেরসংসদীয় দলনেত্রী সনিয়া গান্ধী একটি নিবন্ধ লিখে এই প্রকল্পের কড়া বিরোধিতা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, এর ফলে নিকোবরের শম্পেন জনজাতির অস্তিত্ব আরও সঙ্কটের মুখে পড়বে। নিকোবর দ্বীপের পরিবেশ নষ্ট হবে।

এই সমালোচনার জবাবে পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ পাল্টা নিবন্ধ লিখে যুক্তি দিয়েছেন, এই প্রকল্প দেশের জাতীয় প্রতিরক্ষা ও রণকৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ। এক ফলে ভারত মহাসাগর অঞ্চলে জাহাজ ও বিমান পথে যোগাযোগ বাড়বে। পরিবেশগত, রণকৌশলগত ও সামাজিক প্রভাব খতিয়ে দেখেই এই প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, গ্রেট নিকোবর প্রকল্প এই এলাকার চেহারাই বদলে দেবে। এই প্রকল্পে পরিবেশের ভারসাম্যবজায় রেখেই অর্থনীতির উন্নয়নের কাজ হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Great Nicobar island Sonia Gandhi BJP Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy