প্রতিদ্বন্দ্বী সিপিএম কর্মীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিলেন বিজেপি নেত্রী সরোজ পাণ্ডে। সাংবাদিক সম্মেলনে।
ছত্তীসগঢ়ের দুর্গ জেলার কুমহারিতে একটি অনুষ্ঠানের ফাঁকে বিজেপি’র জাতীয় সম্পাদক সরোজ পাণ্ডে রবিবার সাংবাদিকদের বলেন, ‘‘কেরলে সিপিএম আমাদের চোখ রাঙালে আমরাও ছেড়ে দেব না। সিপিএম কর্মীদের চোখ উপড়ে নেব।’’
কেরলে ‘জন সুরক্ষা যাত্রা’ শুরু করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপি নেত্রী বলেছেন, সিপিএম ভয় দেখিয়ে বাধা দিতে চাইলে বিজেপি’ও যে ছেড়ে কথা বলবে না, সে সম্পর্কে মানুষকে সচেতন করতেই ওই যাত্রা।
সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কেন্দ্রে ক্ষমতায় থাকলে যে বিরোধী রাজ্য সরকারকে অকেজো করতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিজেপি’র জাতীয় সম্পাদক।
আরও পড়ুন- চিনা দাপটকে চ্যালেঞ্জ ছুড়ে নৌসেনায় সামিল আরও এক স্টেল্থ করভেট
আরও পড়ুন- ২ বছরে ৮৫০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ আসছে ভারতে: রিপোর্ট
সরোজের কথায়, ‘‘কেন্দ্রে আমাদের (বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ) সরকার রয়েছে। লোকসভায় আমাদের পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে গণতন্ত্রে বিশ্বাস করে না, এমন রাজ্য সরকারকে আমরা যে কোনও মুহূর্তে ফেলে দিতে পারি। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কেরল আর পশ্চিমবঙ্গে যাদের সরকার রয়েছে, তাদেরও এটা মাথায় রাখা উচিত।’’
বিজেপি’র শক্তি-সামর্থ বোঝাতে গিয়ে সরোজ বলেছেন, গোটা বিশ্বে বিজেপি’র ১১ কোটি সদস্য রয়েছেন। কেরলে ইতিমধ্যেই বিজেপি’র ৩০০ তরুণ কর্মীকে খুন করা হয়েছে। প্রত্যেকেরই যে নিজস্ব রাজনৈতিক মতামত থাকতে পারে, ওই সব রাজ্যে (কেরল ও পশ্চিমবঙ্গ) ক্ষমতাসীন দলগুলির নেতা, কর্মীরা তা মনে রাখছেন না। রাজনীতিতে এটা অনভিপ্রেত।