Advertisement
E-Paper

বারাণসীতে বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র! মোদীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন, পরে যোগ দেন পদ্মশিবিরে, কে এই শালিনী?

পুলিশের একটি সূত্রের দাবি, স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চালানো হচ্ছিল। বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে ন’জন মহিলা এবং চার যুবককে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২৯
বিজেপি নেত্রী শালিনী যাদব। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিজেপি নেত্রী শালিনী যাদব। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ উঠল। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে ন’জন মহিলা এবং চার যুবককে গ্রেফতার করে পুলিশ। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ, এই ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল যৌনচক্র। শুধু তা-ই নয়, পুলিশের একটি সূত্রের দাবি, স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চালানো হচ্ছিল।

পুলিশ সূত্রে খবর, যে ফ্ল্যাটে যৌনচক্রের হদিস মিলেছে, সেটি শালিনীর স্বামী অরুণ যাদবের নামে নথিবদ্ধ। ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলারা আসতেন ওই ফ্ল্যাটে। সেখান থেকে বেশি কিছু আপত্তিজনক জিনিসপত্র, নাম নথিভুক্তকরণের খাতা, মোবাইল ফোন এবং আরও অনেক তথ্য উদ্ধার হয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ফ্ল্যাটটি রয়েছে সিগরাতে।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) বারাণসীর ওই ফ্ল্যাটে হানা দেয়। প্রথমে স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়। তার পর ফ্ল্যাটে। সেখান থেকেই ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মহিলাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, বারাণসীর আশপাশের জেলাগুলি থেকে ওই ফ্ল্যাটে আসেন তাঁরা। তবে এই চক্রের জাল যে অনেক দূর ছড়িয়ে তা অনুমান করছেন তদন্তকারীরা। তাই সিগরার পাশাপাশি মাহমুরগঞ্জ, ভেলুপুর এবং ক্যান্টনমেন্ট এলাকার বেশ কয়েকটি স্পা সেন্টারে হানা দেয় পুলিশ।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেত্রী দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা খবর রটানো হচ্ছে। কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাঁর নামে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী। তাঁর দাবি, যে ফ্ল্যাটে যৌনচক্রের হদিস মিলেছে, সেটি তাঁর নয়। ওই ফ্ল্যাট এবং এই চক্রের সঙ্গে তাঁর নাম জুড়ে দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, বিরোধী দলই এই কাজ করেছে।

অন্য দিকে, শালিনীর স্বামী অরুণ জানিয়েছেন, ফ্ল্যাটটি তাঁর নামে। ১৯৯৬ সাল থেকে ফ্ল্যাটটি ভাড়া দিয়ে রেখেছেন। তবে এই ঘটনার সঙ্গে তাঁদের কারও কোনও সম্পর্ক নেই।

কে এই শালিনী যাদব?

পেশায় শালিনী একজন পোশাক পরিকল্পক (ফ্যাশন ডিজ়াইনার)। কিন্তু পাশাপাশি একজন রাজনীতিকও। ২০১৭ সালে কংগ্রেসের হয়ে কাশীতে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শালিনী। ১ লক্ষ ১৩ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছিলেন। ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে সামজবাদী পার্টিতে (এসপি) যোগ দেন শালিনী। ওই বছরেই লোকসভা নির্বাচনে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হন। কিন্তু হেরে যান। ২০২৩ সালের ২৪ জুলাই বিজেপিতে যোগ দেন শালিনী এবং এসপি-র জেলা সভাপতি পীযূষ যাদব। যদিও দলের কোনও পদ দেওয়া হয়নি শালিনীকে। শ্বশুর শ্যামলাল যাদবের হাত ধরে রাজনীতিতে প্রবেশ শালিনীর। তাঁর শ্বশুর ছিলেন কংগ্রেসের প্রাক্তন নেতা এবং মন্ত্রী। গাজ়িপুরের বাসিন্দা শালিনী বিয়ে করেন অরুণ যাদবকে। শ্যামলালের কনিষ্ঠ পুত্র অরুণ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক হওয়ার পর শালিনী পোশাক পরিকল্পনা নিয়ে ডিপ্লোমা করেন।

Sex Racket BJP Leader varanasi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy