Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Punjab

কৃষকদের হোটেল ঘেরাও, পিছনের দরজা দিয়ে পালালেন বিজেপি নেতারা

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিজেপি নেতাদের পাহারা দিয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
ফাগওয়ারা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ০০:০৪
Share: Save:

নয়া কৃষি আইনের প্রতিবাদে কৃষক বিক্ষোভের আঁচ সহ্য করতে না পেরে পুলিশি প্রহরায় হোটেলের পিছনের দরজা দিয়ে পালালেন এক দল বিজেপি নেতা। শুক্রবার এ ঘটনা ঘটেছে পঞ্জাবের ফাগওয়ারায়।

শুক্রবার জন্মদিন ছিল প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। সেই উপলক্ষ্যে ফাগওয়ারার একটি হোটেলে জড়ো হয়েছিলেন বিজেপি নেতারা। সে সময় হোটেলের সামনে বিজেপি নেতাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন ভারতী কিসান ইউনিয়ন (দোয়াবা)-এর কর্মীরা। তাঁরা পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, ওই হোটেলটি স্থানীয় এক বিজেপি নেতার। তাঁর গবাদি পশু এবং মুরগির খাবার তৈরির একটি সংস্থা রয়েছে। ওই সংস্থার পণ্য বয়কটের স্লোগানও দেন তাঁরা। ঘটনাচক্রে কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভরত কৃষকদের উদ্দেশে এ দিনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ দিনই ওই হোটেলের সামনে এ দিন কৃষক সংগঠনের কর্মীরা প্রধানমন্ত্রী এবং ফাগওয়ারা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী সোম প্রকাশের বিরুদ্ধেও স্লোগান দেন।

বিক্ষোভকারীদের এড়িয়ে হোটেলের মধ্যে কোনও রকমে ঢুকতে পারেন বিজেপি নেতারা। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁদের পাহারা দিয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন বিজেপির জেলা এবং ব্লক সভাপতি স্তরের নেতাও। বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষকদের বিরুদ্ধে চক্রান্ত করতেই হোটেলে জড়ো হয়েছিলেন বিজেপি নেতারা।

আরও পড়ুন: ঋণের ভুয়ো অ্যাপের মাধ্যমে প্রতারণা, হায়দরাবাদে এক চিনা নাগরিক-সহ গ্রেফতার ৪

আরও পড়ুন: হাসপাতালে বাজপেয়ীর মূর্তি স্থাপনা নিয়ে বিতর্কে ত্রিপুরার মন্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Punjab Farmers Protest New farm bills bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE