Advertisement
৩০ এপ্রিল ২০২৪

করিমগঞ্জে রাস্তায় নামবে বিজেপি

করিমগঞ্জ পুরসভার বিরুদ্ধে রাস্তায় নামবে বিজেপি। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে জেলা বিজেপি সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য এ কথা জানান। তিনি বলেন, ‘‘করিমগঞ্জের পুরপ্রধান শিখা সূত্রধর ও উপ-পুরপ্রধান পার্থসারথি দাস আইন মেনে কাজ করছেন না। পুরবোর্ড বৈঠকে আয়ব্যয়ের হিসেব নিয়ে আলোচনা করছেন না।’’ তাঁর অভিযোগ, চতুর্থ যোজনার ৯ লক্ষ টাকা এবং নন-সেলারি ফান্ড থেকে প্রাপ্ত ৯ লক্ষ টাকার প্রকল্প তৈরির পরও তা নিয়ে আলোচনা করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০৩:০১
Share: Save:

করিমগঞ্জ পুরসভার বিরুদ্ধে রাস্তায় নামবে বিজেপি। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে জেলা বিজেপি সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য এ কথা জানান। তিনি বলেন, ‘‘করিমগঞ্জের পুরপ্রধান শিখা সূত্রধর ও উপ-পুরপ্রধান পার্থসারথি দাস আইন মেনে কাজ করছেন না। পুরবোর্ড বৈঠকে আয়ব্যয়ের হিসেব নিয়ে আলোচনা করছেন না।’’ তাঁর অভিযোগ, চতুর্থ যোজনার ৯ লক্ষ টাকা এবং নন-সেলারি ফান্ড থেকে প্রাপ্ত ৯ লক্ষ টাকার প্রকল্প তৈরির পরও তা নিয়ে আলোচনা করা হয়নি।

বিশ্বরূপবাবু জানান, করিমগঞ্জ শহরে আবাসন কর ২০ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত কংগ্রেস পুরবোর্ড নিয়েছে, তা বিজেপি কোনও ভাবেই মেনে নেবে না। কারণ করিমগঞ্জ শহরের নাগরিকরা পুরসভার ন্যুনতম পরিষেবা পাচ্ছেন না। তিনি অভিযোগ তোলেন, করিমগঞ্জের সন্তরবাজার উন্নয়নে ৩ কোটি টাকা অনেক দিন আগে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। শহরে বিদ্যুৎস্তম্ভ বসাতে ১৪ লক্ষ ৭৮ হাজার টাকা নয়ছয়ের অভিযোগের তদন্ত নিয়েও গড়িমসি করছেন করিমগঞ্জ পুরসভার পদাধিকারীরা। বিশ্বরূপবাবু জানিয়েছেন, আগামী সপ্তাহে দু’ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করবে বিজেপি। পরবর্তী সপ্তাহে ৮ ঘণ্টার জন্য অবস্থান এবং তৃতীয় সপ্তাহে জাতীয় সড়ক-সহ অন্যান্য রাস্তা অবরোধ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

karimganj municipality BJP congress strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE