Advertisement
২১ মে ২০২৪

অনুমতি নেই সভার, কেশরীর কাছে বিজেপি

তাদের সভা-সমাবেশে প্রশাসন বাধা দিচ্ছে বলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে অভিযোগ জানাল বিজেপি। খড়গপুরের তিনটি জায়গায় আজ, বুধবার সভা করার কথা বিজেপি-র রাজ্য সভাপতি তথা স্থানীয় বিধায়ক দিলীপ ঘোষের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০৩:১৪
Share: Save:

তাদের সভা-সমাবেশে প্রশাসন বাধা দিচ্ছে বলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে অভিযোগ জানাল বিজেপি। খড়গপুরের তিনটি জায়গায় আজ, বুধবার সভা করার কথা বিজেপি-র রাজ্য সভাপতি তথা স্থানীয় বিধায়ক দিলীপ ঘোষের। কিন্তু মঙ্গলবার পর্যন্ত পুলিশ সভার অনুমতি দেয়নি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহেরও এ দিন কাঁচরাপাড়ার সভা বাতিল হয়েছে। এই অবস্থায় এ দিন দিলীপবাবুর নেতৃত্বে বিজেপি-র রাজ্য নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ করেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কেও আক্রমণ করা হয়েছে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরে রাহুলবাবু বলেন, ‘‘বিজেপি-কে কোনও ভাবেই সভা করার অনুমতি দেওয়া হবে না বলে পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের। যে ভাবে আমাদের বাধা দেওয়া হচ্ছে, তাতে মনে হচ্ছে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে!’’

দিলীপবাবু অবশ্য সন্ধ্যায় খড়গপুর পৌঁছে যান। তাঁর বক্তব্য, ‘‘বিজেপি সত্য ঘটনা তুলে ধরছে। তাই সভা করতে অনুমতি দেওয়া হচ্ছে না। অনুমতি না থাকলে সভা করব না। তবে রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে দেখা করব।” খড়গপুরে রেল-মাফিয়া শ্রীনু নায়ডুর খুনের প্রসঙ্গ টেনে এ দিন বিধায়ক দিলীপবাবু ফের হুঁশিয়ারি দিয়েছেন, “এই ঘটনায় তৃণমূলের লোকেরা সরাসরি দিলীপ ঘোষের নাম বলছেন। আর জেলা পুলিশ সুপার ঘুরিয়ে বলছেন। ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন! দু’দিনে সারা বাংলা তোলপাড় করে দেব!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Keshari nath tripathi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE