মণিপুরে নির্বাচিত সরকার কবে ফিরবে?
এই নিয়ে আলোচনার জন্য মণিপুর বিধানসভার স্পিকার টি সত্যব্রত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নেতৃত্বে ২৭ জন বিজেপি বিধায়ক দিল্লিতে ঘাঁটি গেড়েছেন। কিন্তু এখনও তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির জাতীয় সভাপতি জে পি নড্ডার দেখা পেলেন না। পরিস্থিতি এমনই, বিধায়করা এখন পদত্যাগের হুমকি দিচ্ছেন।
এ বছর ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হয় মণিপুরে। নেতৃত্ব নিয়ে বিবাদের জেরে নতুন মুখ্যমন্ত্রী বাছতে পারেনি কেন্দ্র। তাই ফের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানো হয়েছে। দলীয় সূত্রে খবর, বীরেন এখন দাবি ছাড়তে তৈরি। তাঁর সমর্থন নিয়ে সত্যব্রতের নেতৃত্বে সরকার ফেরাতে তৈরি বিজেপির একাংশ।
কিন্তু দিল্লিতে বিজেপিরউত্তর-পূর্বের সমন্বয় রক্ষাকারী সাংসদ সম্বিত পাত্রর সঙ্গে বৈঠকে দীর্ঘ আলোচনার পরও ঐকমত্যে পৌঁছানো যায়নি।
বিধায়কেরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দেন, যদি অদূর ভবিষ্যতে নির্বাচিত সরকার ফেরানো সম্ভব না হয়, তা হলে বিধানসভা ভেঙে দেওয়া হোক। সম্বিত বোঝান, কুকিদের ১০ বিধায়ক যেখানে সরকারে অংশ নিচ্ছেন না, কুকিরা যেখানে বর্তমান শাসনব্যবস্থার অধীনে থাকতে নারাজ, সেখান সরকার ফেরানো অর্থহীন। স্থিতিশীল সরকারের লক্ষ্যে মেইতেই, নাগা এবং কুকি বিধায়কদের মধ্যে ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। তিনি জানান, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের ব্যস্ততার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সম্ভব হয়নি। নির্বাচনের পরে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার ব্যবস্থা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)