সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশ সফরে যাচ্ছেন। শীতকালীন অধিবেশন ১৯ ডিসেম্বর শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী ১৫ ডিসেম্বর জর্ডন, ইথিওপিয়া ও ওমান সফরে রওনা হচ্ছেন। ১৮ ডিসেম্বর রাতে ফিরবেন। রাহুল যাচ্ছেন জার্মানিতে। ফিরবেন ২০ ডিসেম্বর। বার্লিনে ১৭ ডিসেম্বর তিনি অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। জার্মানির শাসক দল ও অন্যান্য সাংসদদের সঙ্গেও তাঁরবৈঠক রয়েছে।
দুজনে একই সময়ে বিদেশে গেলেও আজ বিজেপি রাহুলকে নিশানা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী তাঁকে ‘পার্টটাইম’ ও ‘নন-সিরিয়াস’ রাজনীতিক বলে কটাক্ষ করেছেন। বিজেপির অন্যান্য মুখপাত্ররা আবার বলেছেন, রাহুল গান্ধী ‘পার্টির নেতা’ নন। আনন্দ-উপভোগ বা ‘পার্টি’ করার নেতা। বিহারের নির্বাচনের সময়ও তিনি ‘জাঙ্গল সাফারি’ করতে গিয়েছিলেন। খোদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জবাব, ‘‘মোদীজি নিজেই তো বছরের অর্ধেক সময় দেশের বাইরে থাকেন। তা হলে ওঁরা লোকসভার বিরোধী দলনেতার বিদেশ সফর নিয়ে প্রশ্নতুলছেন কেন!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)