Advertisement
০৬ মে ২০২৪

লালুর কাছে শত্রুঘ্ন, জল্পনা আরজেডি টিকিটের

পটনা সাহিব লোকসভা কেন্দ্রে ‘পদ্ম’ ছেড়ে ‘লন্ঠন’ প্রতীকে দাঁড়াতে চলেছেন বিজেপির বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিংহ।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০৩:০০
Share: Save:

পটনা সাহিব লোকসভা কেন্দ্রে ‘পদ্ম’ ছেড়ে ‘লন্ঠন’ প্রতীকে দাঁড়াতে চলেছেন বিজেপির বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিংহ। আজ রাঁচীর রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে গিয়ে আরজেডি সভাপতি লালুপ্রসাদের সঙ্গে দেখা করেন তিনি। হাসপাতাল থেকে বের হয়ে শত্রুঘ্ন বলেন, “লালুজি আমার পারিবারিক বন্ধু। তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি উদগ্রীব থাকি।”

জেলের নিয়ম অনুসারে সপ্তাহে তিন জনের সঙ্গে দেখা করতে পারেন লালুপ্রসাদ। জেল কর্তৃপক্ষ প্রতি শনিবার তাঁর সঙ্গে দেখা করার দিন ঠিক করেছে। সেই নিয়ম মেনে আজ শত্রুঘ্ন আরজেডি সভাপতির সঙ্গে দেখা করেন। দুই নেতার মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াইয়ের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে আরজেডি সূত্রের খবর। এ দিন শত্রুঘ্ন বলেন, “দল বদলাতে পারে। প্রতীক বদলে যেতে পারে। কিন্তু লোকেশন বদলাবে না।” আরজেডির প্রতীক প্রসঙ্গে তাঁর বক্তব্য, “দেশের মানুষ লন্ঠন চেনে।”

সূত্রের খবর, বিহারের ২০টি আসনে লড়ার কথা আরজেডির। রাজ্যের ৪০টি আসনের মধ্যে পটনা সাহিব কেন্দ্রকে বিজেপির নিজস্ব আসন বলা হয়। সেই আসনে উচ্চবর্ণের কাউকে প্রার্থী করতে চাইছেন লালুপ্রসাদ। নিজের যাদব-মুসলমান ফর্মুলায় পটনা সাহিবে লড়াই দেওয়া মুশকিল। আর সে কারণেই বিজেপির ‘শত্রুকে’ ব্যবহার করতে চান তিনি।

উল্টোদিকে, বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়মিত সমালোচনা করে দলের চক্ষুশূল শত্রুঘ্ন। বিজেপি তাঁকে টিকিট দেবে না বলেই খবর। সে কারণেই লালুর কাছে গিয়েছিলেন তিনি। যদিও এর আগে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সভা ও বৈঠক করেছেন তিনি। কিন্ত ঘনিষ্ঠ মহলের পরামর্শ মতো বিহারে লড়াই করার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে, লালুপ্রসাদের দলের টিকিটে ইউপিএ প্রার্থী হিসেবেই পটনা সাহিবে ফের দেখা যাবে বিহারিবাবুকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE