Advertisement
E-Paper

কেজরীর নতুন ‘শিশমহল’? দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য পঞ্জাবে বিলাসবহুল বাংলো সরকারি টাকায়, দাবি বিজেপির

দিল্লির বিধানসভা ভোটের আগে আলোচনায় ছিল দিল্লিতে কেজরীওয়ালের ‘শিশমহল’! অভিযোগ, দুর্নীতির টাকায় নিজের বাসভবনটি সাজিয়েছেন আপ প্রধান। এ বার পঞ্জাবের এক বিলাসবহুল বাংলোর ছবি পোস্ট করে একই দাবি বিজেপির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৪২
BJP posts picture of Chandigarh palace, claims it is Arvind Kejriwal\\\\\\\'s luxurious bungalow

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত মান (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আবার এক ‘শিশমহল’-এর খোঁজ মিলল? তবে দিল্লিতে নয়, পঞ্জাবে। আর বিতর্কের কেন্দ্রবিন্দু সেই অরবিন্দ কেজরীওয়ালই! বিজেপির অভিযোগ, দিল্লির মতো পঞ্জাবেও সরকারি টাকা ব্যক্তিগত বিলাসিতায় ব্যবহার করছেন আপ প্রধান। চণ্ডীগড়ের সেক্টর-২-এ নিজের জন্য না কি ‘সাত তারা বিলাসবহুল বাংলো’ তৈরি করেছেন তিনি! তা-ও আবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর তহবিলের টাকায়!

দিল্লির বিধানসভা ভোটের আগে আলোচনায় ছিল দিল্লিতে কেজরীওয়ালের ‘শিশমহল’! অভিযোগ, দুর্নীতির টাকায় নিজের বাসভবনটি সাজিয়েছেন আপ প্রধান। মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানেই থাকতেন তিনি। বর্তমানে দিল্লিতে নেই আম আদমি পার্টির সরকার। তবে পঞ্জাবে এখনও কেজরীওয়ালের দলের হাতেই শাসনভার। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। বিজেপির অভিযোগ, তাঁর তহবিল থেকে অর্থাৎ সরকারি টাকায় পঞ্জাবে দুই একর জমির উপর বিলাসবহুল বাংলো তৈরি করেছেন কেজরী।

বিজেপি সমাজমাধ্যমে একটি উপগ্রহ চিত্র পোস্ট করে দাবি করেছে, এটাই নাকি সেই বাংলো, যা সরকারি টাকায় নিজের জন্য তৈরি করেছেন কেজরী। তাঁকে পঞ্জাবের ‘সুপার সিএম’ বলেও কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, দিল্লির ‘শিশমহল’ খালি করার পর, এখন পঞ্জাবে কেজরীওয়াল নিজের জন্য দুর্দান্ত ‘শিশমহল’ তৈরি করেছেন। দু’একর জমির উপর তৈরি এই সরকারি বাংলোয় নানা ধরনের সুবিধা রয়েছে। ওই বাসভবনকে ‘সাত তারা হোটেলের’ সঙ্গে তুলনা করেছে বিজেপি।

শুধু বিজেপি নয়, আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। তিনি শুধু বাংলোর কথা বলেই থামেননি। একই ছবি শেয়ার করে আপ সাংসদের দাবি, বাংলো ছাড়াও কেজরীওয়াল যাতায়াতের জন্য একটি সরকারি বিমানও ব্যবহার করেন!

দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব দাবি করেন, কেজরীওয়াল এত দিন এই বিলাসবহুল রিসর্টটি জনগণের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। যদি আপের দাবি, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই কেজরীওয়ালকে টেনে এই সব দাবি করা হচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন রয়েছে সিভিল লাইন্‌সের ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডে। ২০১৫ সালে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কেজরীওয়ালের ঠিকানা ছিল সেটি। বিজেপির অভিযোগ, ওই বাসভবন সংস্কার করান কেজরী। সরকারি বাসভবন সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। কেজরী নিজে সেই দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগ, সরকারি বিধি ভাঙা হয়েছে ওই বাংলোর সংস্কারের জন্য। ফ্ল্যাগশিপ রোডের বাংলোটিকে ‘শিশমহল’ বলে কটাক্ষও করে বিজেপি। দিল্লির ভোটের আগে বিজেপির প্রচারের অন্যতম বিষয় ছিল আপের দুর্নীতি।

Arvind Kejriwal BJP Sheesh Mahal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy