Advertisement
E-Paper

তিন বছরে যমুনা পরিষ্কার, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশেষ সুবিধা! দিল্লি ভোটে এ বার শাহের ‘প্রতিশ্রুতি’

শনিবার বিজেপি তাদের ‘সংকল্পপত্র’ প্রকাশ করেছে। এই নিয়ে দিল্লি নির্বাচনে তৃতীয় ইস্তাহার প্রকাশ করল বিজেপি। সাংবাদিক বৈঠক করে অমিত শাহ নতুন ইস্তাহারের কথা জানান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩১
BJP promises insurance cover for gig workers, clean Yamuna in 3 years

দিল্লিতে নতুন নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন অমিত শাহ। ছবি: পিটিআই।

ভোটে জিতলে যমুনা নদী পরিষ্কার হবে তিন বছরের মধ্যে! এ বার দিল্লির বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রতিশ্রুতির কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তা-ই নয়, দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও বিমার কথাও ঘোষণা করেছেন তিনি। এ ছাড়া, বিজেপির নতুন ইস্তাহারে রয়েছে বেআইনি কলোনির কথাও।

শনিবার বিজেপি তাদের ‘সংকল্পপত্র’ প্রকাশ করেছেন। এই নিয়ে দিল্লি নির্বাচনে তৃতীয় ইস্তাহার প্রকাশ করল বিজেপি। সাংবাদিক বৈঠক করে শাহ নতুন ইস্তাহারের কথা জানান। বিজেপির নতুন ‘সংকল্পপত্রে’ রয়েছে বেআইনি কলোনির কথা। শাহ বলেন, ‘‘বিজেপি যদি ভোটে জিতে ক্ষমতায় আসে, তবে ১৭০০ বেআইনি কলোনিকে আইনি স্বীকৃতি দেবে।’’ পাশাপাশি, দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ‘ওয়েলফেয়ার বোর্ড’ গঠন করা হবে। তাঁদের জন্য ১০ লক্ষ টাকার বিমার ব্যবস্থাও করা হবে। তিন বছরে পরিষ্কার হবে যমুনা। দিল্লিতেও চালু হবে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প।

দিল্লির বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের আদলে ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে লড়াইয়ে আপ এবং কংগ্রেসের সঙ্গে শামিল হয়েছে বিজেপিও। নির্বাচনী ইস্তাহারে বিজেপি আগেই জানিয়েছিল, দিল্লিতে ক্ষমতায় এলে তারা ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ চালু করে প্রতি মহিলাদের মাসে ২৫০০ টাকা সাম্মানিক দেবে। পাশাপাশি, ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহারে। রয়েছে দোল এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়ার অঙ্গীকারও।

এ বার বিজেপির প্রতিশ্রুতির তালিকা আরও দীর্ঘ হল। নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার সময় শুক্রবার শাহ নিশানা করেন কেজরীওয়ালকে। তাঁকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আপ ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। আমি আমার রাজনৈতিক জীবনে কেজরীওয়ালের মতো মিথ্যাবাদী আর দেখিনি।’’

Delhi Assembly Election 2025 BJP Manifesto
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy