Advertisement
E-Paper

মনোনীত সদস্য খোঁজার কাজ শুরু

রথ দেখা কলা বেচা। ‘জনসম্পর্ক’-এর অঙ্গ হিসেবে যাঁদের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতারা, তাঁদের মধ্যেই চার জনকে বেছে নেওয়া হতে পারে রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ০৩:১৬

রথ দেখা কলা বেচা। ‘জনসম্পর্ক’-এর অঙ্গ হিসেবে যাঁদের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতারা, তাঁদের মধ্যেই চার জনকে বেছে নেওয়া হতে পারে রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবে।

আজই সরকার স্থির করেছে, ১৮ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তার আগে সরকারকে এমন চার জনকে বাছতে হবে, যাঁদের রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করা হবে রাজ্যসভায়। সম্প্রতি সচিন তেন্ডুলকর, রেখা, অনু আগার মতো চার জন মনোনীত সদস্য অবসর নিয়েছেন। বিজেপি সভাপতি অমিত শাহ কপিল দেব, মাধুরী দীক্ষিত, মিলখা সিংহদের সঙ্গে দেখা করেছেন জনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে। প্রস্তাবিত তালিকায় রয়েছে তাঁদের নামও। বিজেপির এক নেতা আজ জানান, শুধুমাত্র ‘তারকা’ বা বিশিষ্টজন বলেই কারও ভাগ্যে শিকে ছিঁড়বে এমন নয়। বিজেপি তাঁকেই সাংসদ করতে চায়, দলে যাঁর উপযোগিতা থাকবে। সেই হিসেবে সেই ব্যক্তি কোন অঞ্চলের, সেখানে তাঁর প্রভাব কতটা, ভোটের আগে বিজেপি কতটা গুরুত্ব দিতে চায় সেখানে, সে সবও নজরে রাখা হবে। বিজেপির নেতাটির মতে, সেই অঙ্ক মেনে পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকেও কাউকে সাংসদ করার কথা ভাবা হচ্ছে। কারণ, লোকসভা ভোটে দেশের পূর্ব প্রান্তে জোর দিতে চাইছে বিজেপি। প্রস্তাবিত তালিকায় চন্দ্রকুমার বসুর নামও রয়েছে। মনস্থির করার আগে বিজেপি সেই ব্যক্তির সঙ্গেও কথা বলে নিতে চায়, যাতে পরে বিবাদ না হয়।

MP Rajya Sabha BJP Jan Sampark Abhiyan Amit Shah Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy