চলতি মাসের ২৩ তারিখ পটনাতে বিরোধী জোটের বৈঠক। সে দিকে নজর রেখে ওই বৈঠকের সূত্রধর বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারকে বেকায়দায় ফেলার ছক কষছে বিজেপি। নীতীশ ও তাঁর জোটসঙ্গী তেজস্বী যাদবের আরজেডি-কে কী ভাবে প্যাঁচে ফেলা যায়, তা ঠিক করতে আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংহের বাড়িতে বৈঠকে বসেন বিহার বিজেপির কোর গ্রুপের নেতারা।
ঘটনাচক্রে, আজই বিহারে একটি সরকারি অনুষ্ঠানে নীতীশ বলেছেন, ‘‘আগামী বছর নির্দিষ্ট সময় লোকসভা নির্বাচন হবে এমনটা ধরে নেবেন না। ভোট আগেও হতে পারে।’’ রাজ্য সরকারি কর্মীদের তাঁর পরামর্শ, তাঁরা যেন উন্নয়নের কাজ ফেলে না রাখেন।
গিরিরাজের বাড়িতে আজ বৈঠকে হাজির ছিলেন সদ্য এনডিএ-তে যোগ দেওয়া হিন্দুস্তান আওয়াম মোর্চার নেতা জিতন মাঝি। বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধরি, বিধানসভার বিরোধী দলনেতা বিজয় সিন্হা, রাজ্যসভার সাংসদ সুশীল মোদী ও সঞ্জয় জয়সওয়ালেরা। সূত্রের খবর, বৈঠকে ২৩ জুন মহাজোটের বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে।
ওই সূত্রটি জানাচ্ছে, বিজেপি নেতারা মনে করছেন, বিরোধী শিবিরের ওই শক্তিপ্রদর্শনের পরে নীতীশ নিজেকে অনেক বেশি শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন। তাই বিহারের মুখ্যমন্ত্রীর সেই প্রচারের বেলুন চুপসে দিতে তাঁর আমলে হওয়া বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে যাতে তেজস্বী যাদব তথা আরজেডি নেতাদের ভূমিকা রয়েছে— সে গুলি নিয়ে রাজ্য জুড়ে ধারাবাহিক ভাবে প্রচারে নামবে দল। যাতে নীতীশের প্রকৃত চেহারা দেশের সামনে তুলে ধরা সম্ভব হয়। বিজেপির রাজ্য সভাপতি জানান, ২৯ জুন মুঙ্গেরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ঝঞ্ঝারপুরের সভা করার কথা বিজেপি সভাপতির জে পি নড্ডার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)