Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Maharshtra

খুব শীঘ্র মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরছি, দাবি বিজেপি নেতার

উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রের জোট সরকারকে ‘অনুৎপাদক’ বলেও কটাক্ষ করেন রাণে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ঠাণে শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৬:২৯
Share: Save:

‘মহা আঘাডি জোট’কে সরিয়ে খুব শীঘ্র মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরবে বিজেপি। এ বার এমনই দাবি করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভা সাংসদ নারায়ণ রাণে। তাঁর দাবি, উদ্ধবের নেতৃত্বে অসন্তুষ্ট শিবসেনার বহু বিধায়ক। তাই বিজেপির ক্ষমতায় আসা এখন সময়ের অপেক্ষা মাত্র।

উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রের জোট সরকারকে ‘অনুৎপাদক’ বলেও কটাক্ষ করেন রাণে। সংবাদমাধ্যমে তিনি জানান, বিজেপির কাছে ১০৫ জন বিধায়ক রয়েছে। শিবসেনার কাছে রয়েছে ৫৬ বিধায়ক। তার মধ্যে ৩৫ জন আবার দলীয় নেতৃত্বের উপরই অসন্তুষ্ট। তাই খুব শীঘ্র বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরবে বলে নিশ্চিত তিনি।

ক্ষমতায় এসেই মহারাষ্ট্রে ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেন উদ্ধব ঠাকরে। কিন্তু কবে থেকে এই নিয়ম চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায়, উদ্ধবের এই প্রতিশ্রুতিকে ‘ফাঁপা’ বলে উল্লেখ করেন রাণে। তাঁর কথায়, ‘‘এই সরকারের কাছ থেকে কী-ই বা আশা করা যায়? সরকার চালানোর কোনও অভিজ্ঞতাই নেই এদের। সরকার গড়তেই পাঁচ সপ্তাহ সময় নিয়েছে। এতেই বোঝা যায় এদের দৌড় কত দূর।’’

শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের কাছে মহারাষ্ট্র হাতছাড়া হওয়ার পর সম্প্রতি উদ্ধবের খুড়তুতো ভাই রাজ ঠাকরের সঙ্গে বিজেপি নেতাদের একদফা আলোচনা হয়। তার পর থেকেই বিজেপি এবং রাজ ঠাকরের নবনির্মাণ সেনার হাত মেলানো নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান রাণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE