Advertisement
E-Paper

‘কালো টাকাই দেশকে বাঁচিয়েছিল আর্থিক মন্দার কঠিন সময়ে’

ফের বিতর্কের কেন্দ্রে চলে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। সকলের নজর কেড়ে নিয়েছে তাঁর আলটপকা মন্তব্য! অখিলেশ বলেছেন, ‘‘অর্থনীতিবিদরা মনে করেন, ২০০৮ সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দার সময় ভারতের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল কালো টাকাই। কালো টাকায় চলা সমান্তরাল অর্থনীতিই ভারতকে ওই সময় বাঁচিয়েছিল।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ১৮:২৯
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব।

ফের বিতর্কের কেন্দ্রে চলে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। সকলের নজর কেড়ে নিয়েছে তাঁর আলটপকা মন্তব্য!

অখিলেশ বলেছেন, ‘‘অর্থনীতিবিদরা মনে করেন, ২০০৮ সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দার সময় ভারতের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল কালো টাকাই। কালো টাকায় চলা সমান্তরাল অর্থনীতিই ভারতকে ওই সময় বাঁচিয়েছিল।’’

কথাটা নিয়ে যে হই হই শুরু হয়ে যাবে, সম্ভবত তা আঁচ করেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পরে এও বলেন, ‘‘কালো টাকা যে জমতে দেওয়া উচিত নয়, এটা আমি ভাল করেই মানি। আমি কালো টাকার বিরোধী। আমি কালো টাকা চাই না।’’

মঙ্গলবার ইন্দো-মায়ানমার-থাইল্যান্ড ফ্রেন্ডশিপ কার র‌্যালির উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অখিলেশ।

কালো টাকা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে মোদী সরকারের আচমকা অভিযানকে অবশ্য আদৌ সমর্থন করেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এই সরকার (মোদী সরকার) আমজনতাকে চরম দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছে। বাজারে নতুন ৫০০, ১০০০ আর ২০০০ টাকার নোট আনলেই কালো টাকা বন্ধ করা যাবে না। যাঁরা কালো টাকা জমান, তাঁরা এ বার নতুন ২০০০ টাকার নোটের ওপর নজর দেবেন।’’

আরও পড়ুন- নাছোড় মোদীর পাল্টা মুখ হতে চান মমতাই

black money saved indian economy black money akhilesh yadav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy