দিল্লি-সহ উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহের দাপট চলছে। ফলে হু হু করে নামছে তাপমাত্রা। টানা তিন দিন ধরে ৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে রাজধানীতে। রবিবারও তার হেরফের হল না। তবে রাজধানীর কোনও কোনও এলাকায় সেই তাপমাত্রা ৩ ডিগ্রি, কোথাও আবার তারও নীচে নেমে গিয়েছে। ফলে শীতের কামড়ে জবুথবু রাজধানীবাসী।
মৌসম ভবন জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টায় সফদরজঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দু’দিনের তুলনায় সামান্য বাড়লেও বেশ কিছু এলাকায় শীতের ছবিটা আবার অন্য রকম। লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। পালমে ৩ ডিগ্রি এবং আয়ানগরে ২.৭ ডিগ্রি সেলসিয়াস।
এখনই শৈত্যপ্রবাহ থেকে মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন। সোমবার পর্যন্ত জারি থাকবে এই পরিস্থিতি। তবে তা আরও কয়েক দিন চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। শনিবার দিল্লিতে ছিল এই মরসুমের শীতলতম দিন। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারেও ৪ ডিগ্রির ঘরে ছিল শীতের কাঁটা।
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চল থেকে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে দিল্লি-সহ উত্তর ভারতের বেশির ভাগ অঞ্চলে। যার জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি নামার সম্ভাবনাও রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে জানুয়ারিতে দিল্লিতে শৈত্যপ্রবাহ হয়নি। কিন্তু ২০২৪ সালের জানুয়ারিতে পাঁচ দিন শৈত্যপ্রবাহ জারি ছিল। ২০২৩ সালের জানুয়ারিতে আটটি শৈত্যপ্রবাহ হয়েছিল রাজধানীতে। প্রসঙ্গত, এ বছর ২ জানুয়ারি থেকে রাজধানীর তাপমাত্রা এক অঙ্কে নেমে গিয়েছে।