ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ‘আতঙ্কে’ আবার মৃত্যুর অভিযোগ। এ বার গুজরাতে। নিজের বাড়ি থেকে এক বুথ লেভেল অফিসারের (বিএলও) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এআসআইআরের কাজে মানসিক চাপে ভুগছিলেন। সেই মানসিক অবসাদ থেকেই চরম পদক্ষেপ করলেন তিনি। সুইসাইড নোটে না কি সেই কথা উল্লেখ করেছেন মৃত বিএলও, দাবি পরিবারের।
গুজরাতের গিরের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন অরবিন্দ ভাধের। তাঁর এলাকায় এসআইআর কাজের জন্য বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়। পরিবারের দাবি, গত কয়েক দিন স্কুল সামলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন অরবিন্দ। শুধু তা-ই নয়, ভোটারদের ফর্ম পূরণ হয়ে গেলে, তা সংগ্রহ করা থেকে শুরু করে অনলাইনে আপলোড করা সবই করতে হচ্ছিল। তা নিয়ে মানসিক চাপে ছিলেন অরবিন্দ।
শুক্রবার সকালে নিজের ঘর থেকে অরবিন্দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, দেহের পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। মৃতের স্ত্রীর দাবি, ওই নোটে নিজের মৃত্যুর জন্য এসআইআর-কে দায়ী করেছেন অরবিন্দ। সেখানে তিনি লিখেছেন, ‘‘আমার পক্ষে এসআইআরের কাজ করা আর সম্ভব হচ্ছে না। এই কাজ গত কয়েক দিন ধরে আমি ক্লান্ত এবং মানসিক ভাবে চাপে আছি। দয়া করে আপনারা আমার পুত্রের যত্ন নিন। এই পদক্ষেপ করার ছাড়া আমার কাছে আর কোনও উপায় ছিল না।’’
আরও পড়ুন:
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশের পক্ষ থেকে সুইসাইড নোটের কথা কিছু জানানো হয়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গির সোমনাথের মহাকুমাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক এনভি উপাধ্যায় আত্মহত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানান, পুলিশ সব দিক খতিয়ে দেখছে। তাঁর দাবি, অরবিন্দ ইতিমধ্যেই তাঁর ৪০ শতাংশের বেশি কাজ শেষ করে ফেলেছিলেন।
এসআইআরের কাজ নিয়ে বিএলও-রা মানসিক চাপে রয়েছেন, এমন দাবি তুলে বৃহস্পতিবারই মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই প্রক্রিয়া স্থগিতের দাবিও জানিয়েছেন। শুধু বিএলও নন, এসআইআর আতঙ্কে ভুগছেন সাধারণ ভোটারেরাও, এমন দাবিও করেন মমতা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার বিরোধীদের অভিযোগ নস্যাৎ করেছেন। তাঁদের দাবি, ভুয়ো ভোটার বাদ দিতেই এসআইআর করা হচ্ছে। এসআইআরের বিরোধিতা করে বিরোধীরা ভুয়ো ভোটার রাখার চেষ্টা করছে। এসআইআর নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছে। তার মধ্যে এ বার গুজরাতেই বিএলও-র আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এল।