এ বার কোচবিহারে মৃত্যু হল এক বুথ লেভেল অফিসারের (বিএলও)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন শীতলখুচির বাসিন্দা ললিত অধিকারী (৫৩)। বিএলও-র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মাথাভাঙার ধরলা নদীর উপর পঞ্চানন উড়ালপুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাইকে করে বাড়ি ফিরছিলেন ললিত। সেই পঞ্চানন উড়ালপুলের কাছে ওই তাঁর বাইকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরেও অবস্থার উন্নতি না-হওয়ায় কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ললিতের।
আরও পড়ুন:
ললিত কোচবিহারের শীতলখুচির বড়ধাপের চাত্রা গ্রামের গোঁসাইঘাট এলাকার বাসিন্দা। মহিষমুড়ি শিয়ালডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০৫ নম্বর বুথের বিএলও-র দায়িত্ব পালন করছিলেন। পরিবার সূত্রে খবর, রোজকার মতো বৃহস্পতিবার সকালে স্কুলে যান ললিত। স্কুলের ডিউটি সেরে বার হন এসআইআরের কাজে। মৃতের স্ত্রী শ্যামলী অধিকারী বলেন, ‘‘স্কুলে যাওয়ার আগেও বাড়িতে বসে এসআইআরের কিছু কাজ সারেন। তার পরে স্কুলে যান। তার পরে আবার বার হন এসআইআরের কাজে। সন্ধ্যায় দুর্ঘটনাস্থল থেকে ফোন করেই আমাদের ঘটনা সম্পর্কে জানানো হয়। আমরা মাথাভাঙা হাসপাতালে পৌঁছোই। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।’’ ললিতের স্ত্রী ছাড়াও দুই পুত্র রয়েছে।