ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি মহারাষ্ট্রের নগাপুরে।
পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, মোবাইলে গেম খেলত কিশোরী। গেমে আসক্ত ছিল সে। একটা ফোন কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল। কিন্তু তাঁরা জানিয়ে দেন, ফোন কিনে দেওয়া যাবে না। বিষয়টি ভাল ভাবে নিতে পারেনি সে।
কিশোরীর বাবা রবিবার কাজে বেরিয়ে যান। মা-ও বাইরে কোনও একটি কাজে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল ওই ছাত্রী। তার মা কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে মেয়ের সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু ঘরের দরজা বন্ধ ছিল। অনেক ক্ষণ ডাকাডাকি করার পর কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। তার পর দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
প্রতিবেশীদের দাবি, কিশোরী পড়াশোনায় ভাল ছিল। কিন্তু মোবাইল দেখা নিয়ে বাবা-মায়ের সঙ্গে মাঝেমধ্যেই কথা কাটাকাটি হত। কিন্তু সেই মেয়ে যে এ কাজ করবে কেউ ভাবতে পারছেন না। মোবাইল কিনে না দেওয়ায় এ মাসের গোড়াতেই ছত্রপতি শম্ভাজিনগরে এক কিশোর আত্মহত্যা করেছিল।