পরীক্ষার টাকা জমা দিতে না পারায় হেনস্থা করা হয়েছিল করা হয়েছিল বলে অভিযোগ শুক্রবার বাড়ির অদূরে প্রথম বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে গেল। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে ছাত্রের পরিবার।
পরিবারের দাবি, সামনেই পরীক্ষা ছিল। তার জন্য টাকা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো টাকা জমা দিতে না পারায় প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলেন পড়ুয়া। তার মধ্যে কলেজ থেকেও তাঁকে নানা ভাবে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ। সেই চাপ সহ্য করতে না পেরে এই কাণ্ড ঘটিয়েছেন বলে ওই ছাত্রের বাবা-মায়ের দাবি।
কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন ওই ছাত্রের পরিবার। কেন কলেজ কর্তৃপক্ষ তাঁর উপর চাপ দিচ্ছিলেন, তার বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রের বাবা-মা। তাঁদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েক জন পড়ুয়াকে একই কারণে হেনস্থা করা হয়েছিল। ছাত্রের মৃত্যুর পরই কলেজে ক্ষোভ ছড়ায় অন্য পড়ুয়াদের মধ্যে। তাঁদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তোলাবাজি করতেন।