বেঙ্গালুরুতে এক বাড়িওয়ালাকে খুনের অভিযোগ উঠল ভাড়াটে দম্পতির বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুর উত্তরাহাল্লি এলাকায়। অভিযুক্তেরা হলেন, প্রসাদ শ্রীশৈলা মাকাই এবং সাক্ষী। খুনের কয়েক ঘণ্টার মধ্য দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শ্রীলক্ষ্মী। তিনি বাড়িতে একাই ছিলেন। টিভি দেখার অছিলায় দোতলায় বাড়িওয়ালার ঘরে আসেন ভাড়াটে দম্পতি। তখন শ্রীলক্ষ্মী এক আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। ইশারায় তিনি তাঁদের বসতে বলেন। কয়েক মিনিট আত্মীয়ের সঙ্গে কথা বলার পর ফোন কেটে দেন শ্রীলক্ষ্মী। অভিযোগ, তার পরই শ্রীলক্ষ্মীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন। তার পর বাড়িওয়ালার সোনার মঙ্গলসূত্র, গয়না চুরি করে আবার নিজেদের ঘরে ফিরে যান।
শ্রীলক্ষ্মীকে ফোন করেন তাঁর স্বামী। কিন্তু তাঁকে অনেক ক্ষণ ধরে না পেয়ে পড়শিদের ফোন করেন তিনি। এক পড়শি শ্রীলক্ষ্মীর ঘরে ঢুকে দেখেন তিনি নিথর হয়ে পড়ে রয়েছেন। তার পরই আশপাশের লোকজনকে ডাকা হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ভাড়াটে দম্পিকে সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ওই দম্পতি খুনের কথা স্বীকার করে নেন। তাঁদের কাছ থেকে বাড়িওয়ালার মঙ্গলসূত্র উদ্ধার করেছে পুলিশ। তার পরই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।