দু’দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ১৫ বছরের কিশোরী। রবিবার থানায় অভিযোগ দায়ের করেছিল তার দাদা। সোমবার উত্তরপ্রদেশের বাহরাইচে তার বাড়ির কাছেই একটি বাগানে উদ্ধার হল সেই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর গলা কাটা হয়েছে। তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। নাকের মধ্যে বালি দিয়ে আঠা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, খুনের আগে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।
আরও পড়ুন:
বাহরাইচের মিহিরপুরার সার্কল অফিসার হর্ষিতা তিওয়ারি জানিয়েছেন, তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারের দিকে আবার আঙুল তুলেছে বিরোধী এসপি এবং কংগ্রেস।