এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে বিমানটি দিল্লিতে আসছিল। সেই সময়েই বিমানে বোমাতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি পাইলট বিমানটিকে জরুরি অবতরণের জন্য বার্তা পাঠান। তার পরই বিমানটিকে সৌদির রাজধানী রিয়াধে নিরাপদে অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়।
সংবাদ সংস্থা এএনআইকে বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার এয়ার ইন্ডিয়ার এআই ১১৪ বিমানটি বার্মিংহাম থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়। বিমান যখন মাঝ-আকাশে, সেই সময় হুমকি বার্তা আসে। তার পরই বিমানের মুখ ঘুরিয়ে রিয়াধে নিয়ে যাওয়া হয়। সেখানে নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে।
এর আগে গত ১৩ জুন অর্থাৎ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর দিনই তাইল্যান্ড থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক ছড়ায়। তার পরই বিমানটিকে আবার ঘুরিয়ে তাইল্যান্ডে অবতরণ করানো হয়। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বিমানে।
গত শুক্রবারেই বেশ কয়েকটি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ান বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া। কেন উড়ানগুলি বাতিল করা হয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছে বিমান সংস্থা। তাদের তরফে জানানো হয়, রক্ষণাবেক্ষণ এবং খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছু অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ান বাতিল করা হচ্ছে।
রক্ষণাবেক্ষণের কারণে দুবাই থেকে চেন্নাইগামী এআই ৯০৬, দিল্লি থেকে মেলবোর্নগামী এআই ৩০৮, মেলবোর্ন থেকে দিল্লিগামী এআই ৩০৯, দুবাই থেকে হায়দরাবাদগামী এআই ২২০৪ উড়ান বাতিল করা হয়। শুধু তা-ই নয়, বাতিল করা হয় পুণে থেকে দিল্লিগামী এআই ৮৭৪, অহমদাবাদ থেকে দিল্লিগামী এআই ৪৫৬, হয়দরাবাদ থেকে মুম্বইগামী এআই ২৮৭২ এবং চেন্নাই থেকে মুম্বইগামী এআই ৫৭১ উড়ানগুলি।