স্ত্রীর পোশাক বা তাঁর রান্নার সমালোচনা করা ভয়ঙ্কর নিষ্ঠুরতা বা হেনস্থার পরিচায়ক নয় বলে রায় দিল বম্বে হাই কোর্ট। এক ব্যক্তি ও তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁর স্ত্রীর দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে এই মন্তব্য করেছে হাই কোর্ট।
বম্বে হাই কোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের বক্তব্য, ‘‘স্ত্রী উপযুক্ত পোশাক পরছেন না বা ঠিক মতো রান্না করছেন না, এমন মন্তব্য বিরক্তিকর। কিন্তু এগুলি গুরুতর নিষ্ঠুরতা বা হেনস্থা নয়।’’
হাই কোর্টের বিচারপতিদের মতে, ‘‘যখন সম্পর্ক তিক্ত হয় তখন অনেক কিছু নিয়েই বাড়াবাড়ি করা হয় বলে মনে হচ্ছে। এ ক্ষেত্রে বিয়ের আগেই সব কিছু জানানো হয়েছিল। স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রচুর অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সেই অভিযোগ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারার অধীনে নিষ্ঠুরতার সমতুল নয়। ফলে স্বামী ও তাঁর পরিবারকে বিচারের মুখে ফেলা আইনি প্রক্রিয়ার অপব্যবহার।’’
২০২২ সালের মার্চ মাসে ওই ব্যক্তিকে বিয়ে করেছিলেন অভিযোগকারিণী। পরে তিনি অভিযোগে জানান, দেড় মাস পর থেকেই তাঁর সঙ্গে উপযুক্ত ব্যবহার করা হয়নি। তাঁর আরও দাবি, স্বামীর শারীরিক ও মানসিক সমস্যার কথা তাঁর কাছ থেকে লুকিয়েছিল স্বামীর পরিবার।
কিন্তু সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আদালত জানিয়েছে, স্ত্রীর দাবির মধ্যে অসঙ্গতি রয়েছে। বিয়ের আগে ওই দম্পতির মধ্যে হওয়া চ্যাট পরীক্ষা করে দেখা যাচ্ছে, হবু স্ত্রীকে নিজের শারীরিক ও মানসিক সমস্যা ও কী ওষুধ খাচ্ছেন তা জানিয়েছেন স্বামী। স্ত্রী আরও দাবি করেন, দীপাবলির সময়ে ফ্ল্যাট কেনার জন্য তাঁর পরিবারের কাছ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করেছিলেন স্বামী। কিন্তু হাই কোর্টের মতে, এটা গ্রহণযোগ্য নয়। কারণ, ওই ব্যক্তির ইতিমধ্যেই একটি ফ্ল্যাট রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)