Advertisement
০৯ মে ২০২৪
BSF

ঘন কুয়াশায় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে, পাক সেনার হাতে গ্রেফতার বিএসএফ জওয়ান

এই নিয়ে পঞ্জাব সীমান্তে কর্মরত দু’জন বিএসএফ জওয়ান পাকিস্তানের সেনার হাতে ধরা পড়লেন। যদিও, আটক হওয়া প্রথম জওয়ানকে দুই দেশের সামরিক কর্তাদের মধ্যে বৈঠকের পর ফেরত পাঠায় পাকিস্তান।

শীঘ্রই ওই বিসএফ জওয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

শীঘ্রই ওই বিসএফ জওয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ফাইল চিত্র ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১১:৪৭
Share: Save:

অসাবধনতার কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে পাক সেনার হাতে আটক বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক জওয়ান। বুধবার পঞ্জাব সেক্টরের কাছে ভুলবশত সীমান্ত পেরোতেই তাঁকে পাক সেনা আটক করে। বৃহস্পতিবার ভারতের সেনা কর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, শীঘ্রই ওই বিসএফ জওয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এক সেনা আধিকারিক জানিয়েছেন, বুধবার সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ওই জওয়ান ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যান। এর পরই তাঁকে পাক সেনারা আটক করেন। ইতিমধ্যেই আটক হওয়া সেনাকে দেশে ফেরত আনতে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে আলোচনা চলছে বলেও ওই সেনা আধিকারিক জানিয়েছেন।

তবে এক সপ্তাহের মধ্যে পঞ্জাব সীমান্ত থেকে এই নিয়ে দু’জন জওয়ান পাকিস্তানের সেনার হাতে ধরা পড়ল। গত সপ্তাহে ১ ডিসেম্বর পঞ্জাবের আবোহার সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর নজরদারি রাখার সময় এক ভারতীয় জওয়ান ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যান। যদিও, ওই দিনই দুই দেশের সামরিক কর্তাদের মধ্যে বৈঠকের পর আটক হওয়া বিএসএফ জওয়ানকে ভারতে ফেরত পাঠায় পাকিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSF Pakistan Military Indo-Pakistan Relation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE