Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Student beaten up

চতুর্থ শ্রেণির পড়ুয়াকে বেধড়ক ‘মার’, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হল উত্তরপ্রদেশে

ন’বছরের পড়ুয়ার বাবার অভিযোগ, শিক্ষকের মারে তাঁর ছেলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে স্কুলেই। ছেলের কনুই ভেঙে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে।

representational image

— প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বালিয়া শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৮
Share: Save:

চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বেধ়ড়ক মারধর করার অভিযোগে স্কুল শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়।

বালিয়ার রাসরা এলাকার নাগাহর গ্রামের বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণির এক পড়ুয়াকে বেধড়ক মারধর করার অভিযোগে ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রের বাবা পুলিশের কাছে অভিযোগে দাবি করেছেন, তাঁর ছেলেকে এমন মারধর করা হয়েছে যে, সে স্কুলেই জ্ঞান হারায়। তার কনুইও ভেঙে গিয়েছে। রাসরার ডিএসপি মহম্মদ ফাহিম কুরেশি জানিয়েছেন, ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। বেসরকারি স্কুলের পরিচালন সমিতি এবং এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন পুলিশকর্তা।

জানা গিয়েছে, আহত পড়ুয়াকে রাসরার সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ছাত্রের বাবার আরও অভিযোগ, ছেলেকে মারধরের ঘটনা শোনার পর তিনি যখন দৌড়ে স্কুলে পৌঁছন, তখন স্কুলের পরিচালন কমিটির সদস্যরা তাঁর পথরোধ করে দাঁড়ান এবং অত্যন্ত খারাপ ব্যবহার করেন। এই সুযোগে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

punishment FIR police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE