Advertisement
২৩ অক্টোবর ২০২৪
Assam Flood Situation

ভারী বৃষ্টির সতর্কতা, বর্ষায় ফুঁসছে ব্রহ্মপুত্র, অসমে বন্যায় বিপর্যস্ত এক লক্ষেরও বেশি মানুষ

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে কেবল অসমেই নয়, পার্শ্ববর্তী রাজ্যেও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। কোপিলি নদীর জলও নগাঁও জেলায় বিপদসীমার উপর দিয়ে বইছে।

অসমে জমা জলের মধ্যেই সাইকেল কাঁধে এগোচ্ছেন এক যুবক।

অসমে জমা জলের মধ্যেই সাইকেল কাঁধে এগোচ্ছেন এক যুবক। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ১৬:৫৪
Share: Save:

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত এক লক্ষেরও বেশি মানুষ। গত কয়েক দিন একনাগাড়ে বৃষ্টি হচ্ছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বর্ষায় ফুঁসছে ব্রহ্মপুত্রও। অসমের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, কেবল করিমগঞ্জ জেলাতেই ৯৬ হাজার মানুষ বন্যায় বিপর্যস্ত।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে কেবল অসমেই নয়, পার্শ্ববর্তী রাজ্যেও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উপনদী কোপিলি নদীর জলও নগাঁও জেলায় বিপদসীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত অসম এবং মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

বৃষ্টির কারণে ইতিমধ্যেই গুয়াহাটির অনিলনগর, চাঁদমারির মতো জায়গা জলমগ্ন। বন্যায় রাজ্যের ৩০৯টি গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলা। রাজ্যের ১০০৫.৭ হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয় মোকাবিলায় অসমের বিজেপি সরকার ১১টি ত্রাণশিবির খুলেছে। ৩,১৬৮ জন মানুষ এই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন।

অন্য বিষয়গুলি:

Assam Brahmaputra River Flood Situation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE