ঘূর্ণির দাপট
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি
২০ মিনিটের বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের দাপটে প্রায় ১৫০টি কাঁচা-পাকা বাড়ি এবং গাছপালা ভেঙে পড়ল অসমের ধুবুরি জেলার ভারত-বাংলাদেশ সীমানার পাটামারি গ্রাম পঞ্চায়েতের আবুলেরচর গ্রামে। ঝড়ে গাছের ডাল ভেঙে এবং উড়ে যাওয়া ঘরের টিনের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক শিশু-সহ ৫ জন গ্রামবাসী। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই গ্রামের প্রায় ৫০ পরিবারের প্রায় ৩০ জন লোক। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ আবুলেরচর গ্রামে শুরু হয় বৃষ্টি এবং ঘূর্ণিঝড়। ক্ষতি হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার সম্পত্তির। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ আবুলেরচর গ্রামে শুরু হয় বৃষ্টি এবং ঘূর্ণিঝড়। প্রায় ২০ মিনিট ধরে চলা ঝড়ের দাপটে ওই গ্রামের প্রায় ১৫০টি কাঁচা-পাকা বাড়ি-ঘর এবং গাছপালা ভেঙে পড়ে। ঝড়ের দাপটে বাড়ি-ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। ঝড়ের দাপটে ভেঙে যায় আবুলেরচর গ্রামের একটি বালিকা প্রাথমিক স্কুলের ঘর এবং মসজিদ ঘর। সারা রাত খোলা আকাশের তলায় থাকতে হয় ঘর বাড়ি হারানো লোকেদের। গ্রামবাসীদের অভিযোগ এই ঘটনার পরেও ধুবুরি জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ত্রাণ বিলি করাতো দুরের কথা, সোমবার বিকেল পর্যন্ত দুর্গতদের খোঁজ খবর নেওয়ার সময় হয়নি জেলা প্রশাসনের। পাটামারি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যা রুবিনা খাতুন অভিযোগ করেন, ‘‘ঘটনার পরেই জেলা শাসককে ফোন করে বিস্তারিত ভাবে জানিয়েছি। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিলি করাতো দুরের কথা দূর্গতদের খোঁজ খবর নেওয়ার সময় হয়নি জেলা প্রশাসনের।’’ ধুবুরির জেলাশাসক নজরুল ইসলাম জানান, “ওই গ্রামের ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত করা পাশাপাশি ত্রাণ সামগ্রী বিলি করার নির্দেশ করা হয়েছে।
ভালবাসায় ভাসলেন রেবতী ছেত্রী
নিজস্ব সংবাদদাতা • হাফলং
ভারত-সুন্দরীর খেতাব না জেতার দুঃখ কমল হাফলঙের রেবতী ছেত্রীর। নিজের শহরে দু’দিন ধরে সংবর্ধনার জোয়ারে ভেসে ভুললেন সেই দুঃখ। ছেলে-বুড়ো সবাই তাঁকে এক বার দেখতে ভিড় জমিয়েছেন। নিকটাত্মীয়-বন্ধুরা জড়িয়ে ধরেছেন। হাফলঙের নাম উজ্জ্বল করার কৃতিত্ব তাঁকে দিচ্ছেন অনেকেই। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জায়গা পেয়েছিলেন রেবতী। চূড়ান্ত শেষ ১০ জনেও নাম ছিল তাঁর। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেননি। বিচারকরা তাঁকে দিয়েছ্নে ‘মিস পপুলার’ এবং ‘মিস মাল্টিমিডিয়া’র পুরস্কার। হাফলঙের মানুষ তাতেই সন্তুষ্ট। তাঁরা তাঁকে সে জন্যই সংবর্ধিত করেন। গোর্খা ছাত্র সংস্থা, ডিমাসা ছাত্র সংস্থা, শৈলপ্রবাহ-সহ বিভিন্ন সংস্থা-সংগঠন রেবতীকে ডেকেছে। তিনি যে প্রকৃতই ‘মিস পপুলার’— তার প্রমাণ মেলে ডিমা হাসাওয়ে। যেখানে রেবতী, সেখানেই ভিড় জমান মানুষ। রেবতী বললেন, ‘‘এত সম্মান পেলাম। মিস ইন্ডিয়া না-হওয়ার দুঃখ কেটে গেল। যেখানে যে যা বলুক না-কেন, নিজের শহরে এমন মর্যাদার আলাদা আনন্দ।’’ সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানোর দিনগুলির কথা তুলে তিনি বলেন, ‘‘সাধারণত পরিবার সহজে অনুমতি দেয় না। তবে আমাকে কোনও বাধার মুখে পড়তে হয়নি।’’
হুমকি মোদীকে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
সোমবারই ব্লগার অভিজিৎ রায়ের হত্যার দায় নিয়েছিল আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)। আরেকটি ভিডিওয় আল কায়দার ওই শাখা সংগঠনটির দাবি, বিশ্ব ব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) ও রাষ্ট্রপুঞ্জের নীতি মুসলিম বিরোধী। তাদের সঙ্গে হাত মিলিয়ে মুসলিমদের বিরুদ্ধে কার্যত যুদ্ধে নেমেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ফ্রম ফ্রান্স টু বাংলাদেশ—দি ডাস্ট উইল নেভার সেটল ডাউন’—নামের ওই ভিডিওতে মোদীর নাম উল্লেখ করেছে জঙ্গি সংগঠনটি। মুসলিমবিরোধী শক্তিগুলির বিরুদ্ধে জেহাদ ঘোষণার ডাক দেওয়া হয়েছে। ভিডিওটিতে মোদীর উদ্দেশে হুঁশিয়ারি দেওয়া হলেও, আদৌ এর কোনও সত্যতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্র। ওই গোষ্ঠী আদৌ আল কায়দার শাখা সংগঠন নাকি বিক্ষুব্ধ নেতাদের নিয়ে গড়া— প্রথমে তা নিয়ে নিশ্চিত হতে চাইছে ভারত। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেন, ‘‘ভিডিওটির সত্যতা নিয়েই আগে আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন।’’
অপহৃত চিকিত্সক খুন হলেন ঝাড়খণ্ডে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি
অপহৃত চিকিৎসককে খুন করল দুষ্কৃতীরা। অভিযোগের তির একটি বিচ্ছিন্ন জঙ্গি সংগঠনের দিকেই বলে দাবি গুমলা জেলা পুলিশের। যদিও জেলার এসপি ভীমসেন টোটি এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, ‘‘খুনের ধরন দেখে মনে হচ্ছে তাঁর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে।’’ রামবচন চৌধারি (৫৪) নামে গুমলা জেলা হাসপাতালের এই চিকিত্সক ৩০ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন সন্ধের পর রোগী দেখতে যাওয়ার নাম করে তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। রাতে আত্মীয়দের কাছে ফোন করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। রামবচনের ভাগ্নে অমিত কুমারের দাবি, ‘‘দর কষাকষির পর গত কাল সন্ধ্যায় বেতলায়
চার লক্ষ টাকা অপহরণকারীদের হাতে তুলে দেওয়াও হয়েছিল। তা সত্ত্বেও ওরা ডাক্তারবাবুকে ছাড়েনি। খুন করে দিল।’’
বাসে আগুন, মৃত ৫০
সংবাদ সংস্থা • ভোপাল
অগ্নিদগ্ধ হয়ে বাসের মধ্যেই মারা গেলেন অন্তত ৫০ জন যাত্রী। মধ্যপ্রদেশের পান্না জেলার সোমবারের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ছতরপুর জেলা থেকে সাতনা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি পর্যটন সংস্থার এই বাসটিতে ৫০ জনের কিছু বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। সেতু থেকে প্রথমে ১৫ ফুট নীচের একটি নালায় পড়ে বাসটি। তার পরই বিস্ফোরণ ঘটে এবং বাসে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ সূত্রের খবর, বাসের মধ্যে থেকে প্রাথমিক পর্বে অন্তত ২১ জনের মৃতদেহ মেলে। মারাত্মক জখম যাত্রীদের হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি অধিকাংশকেই। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
অস্বস্তিতে মোদী
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
চিন সফরের আগে নরেন্দ্র মোদী সে দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ‘শিনা ওয়েবো’-তে সোমবার প্রোফাইল খোলেন। কিন্তু গোড়াতেই বুমেরাং হয়ে ফিরে এল তা। ওয়েবোতে প্রোফাইল খোলার পর থেকেই মোদীকে লক্ষ্য করে ধেয়ে আসতে থাকে একের পর এক তীর্যক মন্তব্য। বক্তব্য একটাই, ‘‘অরুণাচল প্রদেশ চিনের।’’ স্বাভাবিক ভাবেই বিতর্ক চরমে। অস্বস্তিতে মোদী। আগামী ১৪ মে তিন দিনের জন্য চিন সফরে যাচ্ছেন মোদী।
আবার গণধর্ষণ দিল্লিতে
নির্ভয়া কাণ্ড যেন ফিরে ফিরে আসে রাজধানীতে। চলন্ত গাড়িতে ধর্ষণ করে এ বার ১৮ বছরের কিশোরীকে অভিজাত সিভিল লাইন্স এলাকায় ফেলে গেল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে অল্প দূরে ফ্ল্যাগ স্টাফ রোডে থাকেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে চাকরির লোভ দেখিয়েছিল এক কোম্পানির মালিক ও তার সহযোগী। রবিবার তাঁকে একটি গাড়িতে তুলে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। তারপরে চলে গণধর্ষণ। গভীর রাতে সিভিল লাইন্স এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় কিশোরীকে। আপাতত তাঁর ঠিকানা এলএনজেপি হাসপাতাল। ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
বিজেপির বিরুদ্ধে
অরুণ শৌরির দেখানো পথে এ বার হাঁটতে শুরু করল বিজেপির শরিক দলগুলি। শৌরি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বোমা ফাটানোর পরে শিবসেনা, শিরোমণি অকালি দল, তেলুগু দেশমের মতো শরিকরাও প্রকাশ্যে অসন্তোষ জানাতে শুরু করেছে। সোমবার অকালি দলের নেতা নরেশ গুজরাল বলেন, ‘‘সব শরিক দলকেই অবহেলা করা হচ্ছে। দু’মাসের বেশি হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত এনডিএর বৈঠক ডাকা হয়নি।’’
ফের বিতর্কে
ফের বিতর্কের কেন্দ্রে আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব। আপ নেতাদের সম্পর্কে কেবল নেতিবাচক খবর প্রকাশ নিয়ে সোমবার সংবাদমাধ্যমকে তোপ দাগেন কেজরীবাল। তিনি সংবাদমাধ্যমকে কার্যত ‘সুপারি কিলার’ আখ্যা দেন। এর সঙ্গে যোগ হয়েছে দলের এক মহিলা কর্মীর সঙ্গে শীর্ষ নেতা কুমার বিশ্বাসের সম্পর্কের গুজবে অস্বস্তি।
জেল থেকে পালাল বন্দি
ফের জেল পালানোর ঘটনা ঘটল মেঘালয়ে। এ বারও ঘটনাস্থল গারো পাহাড়। এর আগে অন্তত ১০ বার উইলিয়ামনগর, তুরা, শিলং কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রবিবার বিকেলে বিচারাধীন এক জঙ্গি ভলিবল খেলার বল নেওয়ার জন্য জেল ওয়ার্ডেনকে একটি দরজা খুলে দেওয়ার অনুরোধ করে। ওয়ার্ডেন দরজা খুলতেই কয়েক জন বন্দি তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। জেলের মূল ফটক খোলা ছিল। ওয়ার্ডেনকে কাবু করে জঙ্গিরা দ্রুত দৌড় লাগায়। দুই নিরস্ত্র রক্ষী বন্দিদের বাধা দেওয়ার চেষ্টাও করে। নজরদারি মিনারে থাকা রক্ষীরা অন্য রক্ষীদের গায়ে গুলি লাগার ভয়ে উপর থেকে বন্দুক চালাননি। তত ক্ষণে জিএনএলএ জঙ্গি জাসান মারাক ও গ্রেউইথ সাংমা, এএসএকে জঙ্গি সেংচান সাংমা, রাকসিম মোমিন ও দীনেশ মারাক এবং গত বছর ডিসেম্বরে গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত চিংখাম মারাক জেল থেকে পালিয়েছে।
সহকর্মীর হাতে খুন
দেখা করা, ফোনে কথা বলার জন্য বারবারই চাপ দিচ্ছিল সহকর্মী। কিন্তু সেই দাবিদাওয়া না মেটাতেই বছর তিরিশের এক মহিলাকে কুপিয়ে খুন করল অভিযুক্ত রামনারায়ণ রামসুমের। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। পুলিশ জানিয়েছে, রবিবার তরুণীকে একা দেখতে পেয়ে তাঁর উপর চড়াও হয় রামনারায়ণ। তার পর হত্যা করে গা ঢাকা দেয় সে। রামনারায়ণ যে তাঁকে উত্যক্ত করছে, সে কথা স্বামীকে জানিয়েছিলেন ওই মহিলা। রামনারায়ণকে ডেকে সতর্কও করে দেন স্বামী। কিন্তু পরিণতি যে এ রকম কিছু হতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।
বনধ শান্তিতে
পথ অবরোধ, গাড়ি ভাঙচুরের মতো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে মিটল বিরোধী দলগুলির ঝাড়খণ্ড বনধ। কেন্দ্রের জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে আজ রাজ্যে বনধ ডেকেছিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা, আরজেডি, সিটু-সহ অন্য বামদল। সকাল থেকেই বিভিন্ন জায়গায় দলীয় পতাকা নিয়ে রাস্তা অবরোধ করেন বনধের সমর্থকরা। দেওঘরে রাস্তা অবরোধ করে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরেশ পাসোয়ান। জামশেদপুরে একটি টেম্পোতে আগুন লাগানো হয়। রাঁচি শহরে ৭০ জন বন্ধ সমর্থককে গ্রেফতার করে পুলিশ।
অরুন্ধতীর দাবি
চাকরির ক্ষেত্রে তিনি বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছিলেন বলে জানালেন অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ এবং লেখিকা অরুন্ধতী ঘোষ। সম্প্রতি একটি পত্রিকাকে তিনি জানান, দু-দু’বার সরকারি চাকরির ইন্টারভিউয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বিয়ের পর কাজ সামলাবেন কী ভাবে। অরুন্ধতী আরও বলেন, তত্কালীন বিদেশ সচিব নির্দেশিকা জারি করেছিলেন, মহিলা আইএফএস অফিসারদের বিয়ের আগে অনুমতি নিতে হবে এবং যদি সেই মহিলার ব্যক্তিগত জীবন তাঁর চাকরিকে প্রভাবিত করে, তবে সরকার তাঁকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে। যদিও লাগাতার প্রতিবাদের জেরে পরে এই নির্দেশিকা প্রত্যাহার করা হয়।
অগ্নিদগ্ধ হয়ে মৃত ৫০
অগ্নিদগ্ধ হয়ে বাসের মধ্যেই মারা গেলেন অন্তত ৫০ জন যাত্রী। মধ্যপ্রদেশের পান্না জেলার সোমবারের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ছতরপুর জেলা থেকে সাতনা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি পর্যটন সংস্থার এই বাসটিতে ৫০ জনের কিছু বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। সেতু থেকে প্রথমে ১৫ ফুট নীচের একটি নালায় পড়ে বাসটি। তার পরই বিস্ফোরণ ঘটে এবং বাসে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ সূত্রের খবর, বাসের মধ্যে থেকে প্রাথমিক পর্বে অন্তত ২১ জনের মৃতদেহ মেলে।
বুদ্ধ জয়ন্তীতে। আগরতলার বেণুবন বিহারে।
সোমবার বাপি রায়চৌধুরীর তোলা ছবি।