Advertisement
E-Paper

টুকরো খবর

চল্লিশ আসনের বাসে ঠাসাঠাসি করে উঠেছিলেন অনেক যাত্রী। বাসের ভিতরে জায়গা না হওয়ায় ছাদে উঠেও বসেছিলেন কেউ কেউ। যাত্রী বোঝাই সেই বাস জলাধারে পড়ে মৃত্যু হল ২৫ জনের। তাঁদের অনেকেই স্কুল, কলেজের পড়ুয়া। হিমাচলপ্রদেশের বিলাসপুর জেলার ঘটনা।

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৭

জলাধারে বাস, হিমাচলপ্রদেশে মৃত ২৫
সংবাদ সংস্থা • শিমলা

চল্লিশ আসনের বাসে ঠাসাঠাসি করে উঠেছিলেন অনেক যাত্রী। বাসের ভিতরে জায়গা না হওয়ায় ছাদে উঠেও বসেছিলেন কেউ কেউ। যাত্রী বোঝাই সেই বাস জলাধারে পড়ে মৃত্যু হল ২৫ জনের। তাঁদের অনেকেই স্কুল, কলেজের পড়ুয়া। হিমাচলপ্রদেশের বিলাসপুর জেলার ঘটনা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১৬ জন। আজ ভোরে হৃষীকেশ থেকে রওনা হয়েছিল বেসরকারি সংস্থার ওই বাসটি। গন্তব্যস্থল ছিল বিলাসপুর। রাস্তায় ভাকরা প্রকল্পের অন্তর্গত গোবিন্দ সাগর জলাধারে পড়ে যায় বাসটি। শেষ মুহূর্তে বাস থেকে ঝাঁপ দিয়ে বেঁচে যান জনা ছয়েক যাত্রী। বাসটিতে কত যাত্রী ছিলেন, তা নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। তবে আধিকারিকদের আশঙ্কা আজ চল্লিশ জনের অনেক বেশি যাত্রী তোলা হয়েছিল। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা তাঁদের। বাসের অনেক যাত্রীই স্কুল-কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। ছিলেন কিছু শ্রমিকও। দুর্ঘটনার খবর পেয়ে ওই পড়ুয়াদের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ডিজিপি সঞ্জয় কুমার এবং মুখ্যসচিব (বিপর্যয় মোকাবিলা) তরুণ শ্রীধরও সরকারি হেলিকপ্টার করে দ্রুত গোবিন্দ সাগর পৌঁছন। কেন ঘটল দুর্ঘটনা? পুলিশের ডেপুটি কমিশনার অজয় শর্মা জানাচ্ছেন, গোটা ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট প্রদীপ ঠাকুরকে তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তাঁর কথায়, “বেশি সংখ্যক যাত্রী আর অত্যধিক গতির কারণেই হয়তো দুর্ঘটনা ঘটেছে। তবে আমি একেবারেই নিশ্চিত নই।” তিনি আরও জানাচ্ছেন, জোর কদমে চলছে উদ্ধারকাজ। নিখোঁজদের খোঁজে লাগানো হয়েছে ‘ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড’-এর ডুবুরিদেরও।

গারো জঙ্গিদের সঙ্গে শান্তিচুক্তি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

গারো জঙ্গি সংগঠন এএনভিসি এবং এএনভিসি-বির সঙ্গে ত্রিপাক্ষিক শান্তিচুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় ও মেঘালয় সরকার। ১৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোশন ওয়ারজিরি ও পুলিশ কর্তাদের সঙ্গে শিলংয়ে এএনভিসি নেতাদের বৈঠক হয়েছিল। সেখানেই চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আজ শান্তিচুক্তির পর সাংমা বলেন, “গারো পাহাড়ের পরিবেশ এ বার অনেকটা শান্ত হতে পারে। সংগ্রামের রাস্তায় থাকা অন্য সংগঠনগুলির কাছেও এতে ইতিবাচক বার্তা যাবে।” তবে এএনভিসি জানিয়েছে, চুক্তি হলেও বৃহত্তর গারোল্যান্ডের জন্য তাদের অহিংস আন্দোলন থামবে না। এএনভিসির দু’টি গোষ্ঠী শান্তির পথে হাঁটলেও, গারো পাহাড়ে জিএনএলএ জঙ্গিরা এখনও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তারা দু’বার রাজ্য সরকারের কাছে শান্তির বার্তা পাঠালেও, সশস্ত্র জঙ্গিদের সঙ্গে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। অন্য দিকে, শান্তির পথে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মণিপুরের জঙ্গি সংগঠন ‘রেভেলিউশনারি পিপল্স ফ্রন্ট’ ঘোষণা করেছে, তারা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাবে।

দক্ষ শ্রমিক তৈরিতে নয়া প্রকল্প চূড়ান্ত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

‘মেক ইন ইন্ডিয়া’ প্রচার কাল থেকে শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দক্ষ শ্রমিক তৈরিতে নতুন সরকারি প্রকল্প চূড়ান্ত করে ফেলল সরকার। যে প্রকল্পের আওতায় শিল্পক্ষেত্রে নিয়োগের জন্য গ্রামীণ যুবকদের সরকারি কোষাগার থেকে অর্থ সাহায্য করা হবে। নয়া প্রকল্প নিয়ে যদিও মৃদু বিতর্ক তৈরি হয়েছে। মনমোহন জমানাতেই জাতীয় জীবিকা মিশন চালু হয়। সেই প্রকল্পই পরিমার্জন করে নতুন জামা পরাতে চলেছেন মোদী। নাম, দীনদয়াল উপাধ্যায় দক্ষতা উন্নয়ন প্রকল্প। কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, “কংগ্রেস হয়তো ভুলে গিয়েছে ১৬ মে-র পর থেকে ভারত বদলে গিয়েছে।” কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এক যুগ্মসচিবের দাবি, নতুন যোজনায় প্রচুর সংস্কার করা হয়েছে।

বার্তা মোদীর
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

আমেরিকা সফরের আগে ওয়াশিংটনের আফগান নীতি নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মোদী বলেন, “আমেরিকা নিশ্চয়ই ইরাকের ঘটনা থেকে শিক্ষা নেবে এবং আশা করব একই ভুল তারা আফগানিস্তানে করবে না।” ডিসেম্বরে আফগানিস্তান থেকে সেনা তুলে নেওয়ার কথা আমেরিকার। কিন্তু তালিবানি সন্ত্রাস যাতে ফিরে না আসে, তা নিয়েও ওয়াশিংটনকে সতর্ক করেছেন মোদী। সেই সঙ্গে তিনি বলেন, “আফগান-ভারতের সম্পর্ক পাক-নির্ভর নয়। আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পর্ক রয়েছে।”

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে করিনা কপূর। বুধবার। ছবি: পিটিআই

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy