সীমান্তে ‘পুশব্যাক’ বিতর্কের মধ্যেই আগামী সোমবার থেকে ঢাকার পিলখানায় ডিরেক্টর জেনারেল পর্যায়ে বৈঠকে বসতে চলেছে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এবং বিজিবি। আগামী ২৫-২৮ অগস্ট পর্যন্ত ওই বৈঠক চলবে। দু’পক্ষের মধ্যে শেষ এ ধরনের বৈঠক হয়েছিল এ বছরের ফেব্রুয়ারি মাসে।
গত কয়েক মাস ধরেই বাংলাদেশি সন্দেহে দেশের নানা প্রান্তে ধৃতদের বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই আবহে ঢাকায় ডিজি পর্যায়ের বৈঠকে বসতে চলেছে দু’দেশ। বৈঠকের আলোচ্যসূচিতে ‘পুশব্যাক’ সংক্রান্ত কোনও বিষয় না থাকলেও, নয়াদিল্লির আশঙ্কা, আলোচনায় বিষয়টি উঠতে পারে। চার দিনের ওই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফের ডিজি দলজিৎ সিংহ চৌধুরী ও বাংলাদেশের পক্ষ থেকে যোগ দেবেন বিজিবি-র ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।
ভারতীয় গোয়েন্দাদের মতে, বাংলাদেশে পালাবদলের পরে ভারত-বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয়তা বাড়িয়েছে। ওই গোষ্ঠীগুলি যাতে সন্ত্রাসের কাজে বাংলাদেশের জমি ব্যবহার করতে না পারে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করার প্রশ্নে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে কিছু স্থানে মতপার্থক্য রয়েছে দু’দেশের আধা সেনার। সেই সমস্যা দূর করতে পারস্পরিক আস্থাবর্ধক পদক্ষেপ করা হবে। এ ছাড়া, বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের উপরে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা রোখা, আন্তঃসীমান্ত অপরাধ, সব ধরনের চোরাচালান রোখার মতো বিষয় নিয়েও আলোচনা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)