প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশের সীমান্তের ত্রিপুরার অংশে প্রত্যেক সময়ই নিরাপত্তা কঠোর করে প্রশাসন। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতির ফলে এ বার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ এবং বিএসএফ। রাজ্যে যে কোনও ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে বিএসএফের পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে মন্তব্য করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন।
তিনি বলেন, রবিবার সারা রাজ্যে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করা হবে। বাংলাদেশ থেকে যাতে কোনও জঙ্গি বা মৌলবাদী গোষ্ঠীর সদস্য ত্রিপুরায় ঢুকতে না পারে সে জন্য সীমান্তে বিএসএফকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্তের এ পারের এলাকায় মোতায়েন করা হয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসকে। পাশাপাশি আগরতলা-সহ রাজ্যের নানা শহরে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)