বুলন্দশহর কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় দু’মাস। এতদিনে হদিশ মিলল নিহত পুলিশ ইন্সপেক্টরের মোবাইল ফোনটির। তাও আবার মূল অভিযুক্তের বাড়ি থেকেই। সবমিলিয়ে মোট ছ’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে সেখান থেকে।
গত ২৮ ডিসেম্বর বুলন্দশহর-নয়ডা সীমান্ত থেকে প্রশান্ত নাটকে গ্রেফতার করে পুলিশ। ইন্সপেক্টর সুবোধকুমার সিংহকে গুলি করে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে।শনিবার রাতে বুলন্দশহরে তার বাড়িতে হানা দেয় পুলিশের একটি দল। সেখানেই উদ্ধার হয় সুবোধ কুমারের ‘ক্লোজড ইউজার গ্রুপ’(সিইউজি) মোবাইল ফোনটি। সরকারি কাজেই ওই বিশেষ ফোনটি ব্যবহার করতেন তিনি, যার মাধ্যমে স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
বুলন্দশহরের পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার অতুল শ্রীবাস্তব বলেন, ‘‘সুবোধ কুমার সিংহের মোবাইল ফোনটি কোথায় থাকতে পারে, গোপনসূত্রে সেই সংক্রান্ত খবর মিলেছিল। সেইমতো স্থানীয় আদালতের অনুমতি নিই। তার পর গতরাতে তল্লাশি চালানো হয়। সিইউজি ফোনটি সমেত মোট ছ’টি ফোন উদ্ধার হয়েছে। তবে পিস্তলটির হদিশ মেলেনি এখনও পর্যন্ত।’’