Advertisement
১৩ অক্টোবর ২০২৪
Murder

ঝগড়া করে বাপের বাড়ি যাচ্ছিলেন, জঙ্গলে উদ্ধার মহিলা এবং দুই ছেলের দগ্ধ দেহ! গ্রেফতার স্বামী

মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, ৩ এপ্রিল দুই ছেলেকে নিয়ে বাপের বাড়িতে রওনা হয়েছিলেন তাঁর স্ত্রী। তাঁর বাপের বাড়ি লাতেহার জেলার বালুমঠে।

representational image of crime

এক পুলিশকর্মী জানিয়েছেন, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচী থেকে ৩০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও থানা এলাকায় বুধবার তিন জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। ছবি: প্রতীকী

সংবাদ সংস্থা
রাঁচী শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৫৪
Share: Save:

এক মহিলা এবং তাঁর দুই ছেলের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডের জঙ্গল থেকে। পুলিশ জানিয়েছে, এই সূত্রে মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

এক পুলিশকর্মী জানিয়েছেন, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচী থেকে ৩০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও থানা এলাকায় বুধবার তিন জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃতেরা রামগড় জেলার বাসাল থানা এলাকার অন্তর্গত রাসদার বাসিন্দা। খালারির ডেপুটি সুপার অনিমেষ নৈথানি বলেন, ‘‘তিন জনকে গায়ে আগুন লাগানোর আগে খুন করা হয়েছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। দেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’’

মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, ৩ এপ্রিল দুই ছেলেকে নিয়ে বাপের বাড়িতে রওনা হয়েছিলেন তাঁর স্ত্রী। তাঁর বাপের বাড়ি লাতেহার জেলার বালুমঠে। সেই থেকে নিখোঁজ মহিলা এবং তাঁর দুই ছেলে। বাসাল থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিলেন ওই ব্যক্তি। তার পরেই তদন্তে নামে পুলিশ। ডেপুটি সুপার নৈথানি জানিয়েছেন, ‘‘প্রাথমিক ভাবে জেরায় জেনেছি, স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল। মহিলা বাড়ি ছাড়ার আগে বাদানুবাদও হয়। আরও তথ্য জানার জন্য জেরা করা হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

Murder burnt woman Husband arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE