বছর দুয়েক আগে কর্নাটকে বিধানসভা নির্বাচনে ‘ভোট চুরি’-র অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কিছু দিন আগে তা নিয়ে সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এ বার সেই প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়ির সামনে থেকেই মিলল রাশি রাশি আধপোড়া ভোটার নথি।
শনিবার কালাবুর্গি জেলার আলান্দের প্রাক্তন বিজেপি বিধায়ক সুভাষ গুট্টেদারের বাসভবনের সামনে থেকে পোড়া নথিগুলি উদ্ধার হয়েছে। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুভাষ। তিনি জানিয়েছেন, পোড়া ভোটার নথি মেলায় সন্দেহজনক কিছুই নেই। উল্টে নিজের গৃহপরিচারকদের ঘাড়ে দোষ চাপিয়েছেন তিনি। সুভাষ বলেন, ‘‘উৎসবের আগে ঘর পরিষ্কার করতে গিয়ে পরিচারকেরা নথিগুলি বাইরে ছুড়ে ফেলে দিয়েছেন। তার পর সেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি আমার প্রকৃতই কোনও অসৎ উদ্দেশ্য থাকত, তা হলে তো আমি বাড়ি থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে নথিগুলি পোড়াতাম। কেন কেউ নিজের বাড়ির সামনে নথি পোড়াবে?’’
আরও পড়ুন:
সুভাষের বিরুদ্ধে ২০২৩ সালের নির্বাচনে আলান্দ বিধানসভা আসনে ‘ভোট চুরি’র অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল। নির্বাচন আলান্দ আসনে ২০১৮ সালে বিজেপির সুভাষ এবং ২০২৩ সালে কংগ্রেসের বিআর পাটিল জিতেছিলেন। অভিযোগ, ভোটের আগে কিছু ভোটারের পক্ষ থেকে কংগ্রেসের ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফোন করা হয়েছিল। কংগ্রেসের দাবি, সময় মতো বিষয়টি জানতে পারার কারণেই সে বার তাঁদের প্রার্থী বিআর পাটিল জেতেন। অভিযোগের ভিত্তিতে কমিশন একটি এফআইআর-ও দায়ের করে। সিট গঠন করে শুরু হয় তদন্ত। শুক্রবারই সুভাষ, তাঁর ছেলে এবং একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছিল তদন্তকারী দল। ঘটনাচক্রে, তার পরদিনই অভিযুক্ত নেতার বাড়ির সামনে থেকে ভোটার সংক্রান্ত কাগজপত্র মিলল।