বিহারে বিধানসভা নির্বাচনের সঙ্গে দেশের সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আটটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ এ কথা জানান। বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের সঙ্গেই, ১১ নভেম্বর ভোট নেওয়া হবে ওই সব কেন্দ্রেও। ভোট গণনাও ১৪ নভেম্বর একসঙ্গেই হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জম্মু-কাশ্মীরের বডগাম এবং নাগরোটা, রাজস্থানের অন্তা, তেলঙ্গানার জুবিলি হিলস, ঝাড়খণ্ডের ঘাটশিলা, পঞ্জাবের তরন তারন, মিজ়োরামের ডাম্পা এবং ওড়িশার নুয়াপাড়া বিধানসভা আসনে উপনির্বাচন হবে। তবে পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্র ও তেহট্ট বিধানসভা কেন্দ্র নিয়ে কোনও উল্লেখ ছিল না ঘোষণায়। প্রসঙ্গত, বসিরহাট আসনটি নিয়ে নির্বাচন পিটিশন কোর্টে বিচারাধীন রয়েছে।
গত বিধানসভা ভোটে গান্ডেরবাল ও বডগাম, দু’টি আসনে জিতেছিলেন ওমর আবদুল্লা। তিনি বুদগাম আসনটি ছেড়ে দেওয়ায় গত বছরের অক্টোবর থেকে সেটি খালি। অন্তায় শূন্যস্থান তৈরি হয়ে রয়েছে মে থেকে, বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিংহ রানা আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে। জুবিলি হিলস, নাগরোটা, নুয়াপাড়া, ঘাটশিলা, তরন তারন ও ডাম্পা আসন ফাঁকা রয়েছে সংশ্লিষ্ট বিধায়কদের মৃত্যুর পরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)