Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২৩
National News

সিএবি আঁচে জ্বলছে উত্তর-পূর্ব, শিলং সফর বাতিল করলেন অমিত শাহ

রবিবার শিলংয়ে পুলিশ অ্যাকাডেমির বিশেষ প্যারেড অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলং সফর বাতিল। গ্রাফিক: শৌভিক দেবনাথ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলং সফর বাতিল। গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৪১
Share: Save:

নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে উত্তর-পূর্বে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বাতিল হয়ে গেল অমিত শাহেশিলং সফর। আগামী রবিবার নর্থ-ইস্ট পুলিশ অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হল, ওই সফর বাতিল করা হয়েছে। এই সফরেই অরুণাচল প্রদেশেও যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বাভাবিক ভাবেই বাতিল হয়েছে সেই সফরও।

সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই কক্ষেই বিরোধীদের সব আক্রমণ সামলেছেন তিনি। পাল্টা জবাবও দিয়েছেন তিনিই। কিন্তু এ বার সেই সিএবি ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল মেঘালয় সফর বাতিল করতে হল সেই স্বরাষ্ট্রমন্ত্রীকেই। রবিবার ওই পুলিশ অ্যাকাডেমির বিশেষ প্যারেড অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, ‘‘অমিত শাহের শিলংয়ের কর্মসূচি বাতিল করা হয়েছে।’’

একই সঙ্গে অরুণাচল প্রদেশে একটি উৎসবে যোগ দেওয়ার কর্মসূচিও ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা বলেন, ‘‘গোটা অঞ্চল (উত্তর-পূর্ব ভারত) জুড়ে উগ্র প্রতিবাদ-বিক্ষোভ চলছে। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল সফর বাতিল করা হল।’’

সিএবি পাশ হওয়ার আগে থেকেই কার্যত অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিল পাশ হওয়ার পর তা আরও ভয়াবহ আকার নেয়। প্রতিবাদ বিক্ষোভে আগুন, ভাঙচুর যেমন হয়েছে, পুলিশের গুলিতে মৃত্যুর খবরও এসেছে। অসমে সেনা নামাতে হয়েছে। চলছে কার্ফু। মোবাইল-ইন্টারনেট পরিষেবা অধিকাংশ জায়গাতেই বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত আগুন জ্বলছে একাধিক জায়গায়। এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারই বাংলাদেশের দুই মন্ত্রীর সফর বাতিল করেছেন শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফর স্থগিত হয়েছে শুক্রবার। এ বার সফর বাতিলের তালিকায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE