তিন তালাককে ফৌজদারী অপরাধ হিসাবে মান্যতা দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এখন শুধু বিলটি সংসদে পাশের অপেক্ষা।
শুক্রবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। তাই সরকার চাইছে এই অধিবেশনেই এই বিলটি পাশ করিয়ে নিতে। নতুন এই প্রস্তাবিত বিলে বলা হয়েছে, কেউ যদি তিন তালাক আইন ভাঙেন তা হলে তাঁর তিন বছর জেল হতে পারে।
তাত্ক্ষণিক তিন তালাক প্রথা অসাংবিধানিক। গত অগস্টেই ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তার পরেও হোয়াট্সঅ্যাপ বা স্কাইপিতে তিন তালাকের ঘটনা সামনে এসেছে। তাই সরকার আইন করে এই প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়।