তিনি ক্যানসারে আক্রান্ত। কোলোরেক্টাল ক্যানসার। স্টেজ ৪। গত দু’বছর ধরে লড়াই করে চলেছেন। এ বছর দীপাবলিই হয়তো তাঁর জীবনের শেষ। এমনই এক হৃদয়বিদারক বার্তা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন বছর একুশের এক যুবক।
২০২৩ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে বলে জানিয়েছেন যুবক। তার পর থেকে হাসপাতাল আর বাড়ি ছোটাছুটি চলছে নিয়মিত। যুবকের দাবি, চিকিৎসকেরা সব রকম ভাবে সহযোগিতা করেছেন। কিন্তু তাঁরা বিশেষ আশা জোগাতে পারেননি। সম্ভবত, এ বছরই তাঁর জীবনের শেষ দীপাবলি। তাই এই উৎসবকে স্মরণ করে যুবকের বার্তা, ‘‘ক্যানসার জিতে গিয়েছে, বন্ধুরা। হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন নেই।’’
যুবক লিখেছেন, ‘‘সামনে দীপাবলি। রাস্তাঘাট আলোর রোশনাইয়ে সেজে উঠছে। ভাবতে কষ্ট হচ্ছে, এ বছরই শেষ বারের মতো এই উৎসবের সাক্ষী থাকব। আলোর ঝলকানি, হাসিঠাট্টা, উৎসবের মেজাজকে আর উপভোগ করা হবে না। ভাবতেই কষ্ট হচ্ছে, আমার জীবন কী ভাবে ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে।’’
তবে বাবা-মায়ের কথা ভেবে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন যুবক। পোস্টের শেষে তিনি লেখেন, ‘‘অনেক কিছু অপূর্ণ থেকে গেল। সময় পেরিয়ে যাচ্ছে। আমি বাড়িতে। বাবা-মায়ের মুখে ফুটে ওঠা কষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছি। জানি না, কেন এই লেখা পোস্ট করছি। হয়তো, নিজের অস্তিত্বকে সকলের মধ্যে চারিয়ে দেওয়ার চেষ্টা করলাম।’’