গত মাসে কংগ্রেস ছাড়ার পরই জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত বিজেপি-র সঙ্গে জোট করার কথা ঘোষণা করলেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। শুক্রবার দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করার পর এ কথা ঘোষণা করেন অমরেন্দ্র।
শুক্রবার দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমরেন্দ্র। তার পর নিজের টুইটার হ্যান্ডলে পঞ্জাব বিজেপি-র ভারপ্রাপ্ত গজেন্দ্র সিংহ শেখাওয়াতকে জড়িয়ে ধরে ছবি দেন তিনি। অমরেন্দ্র বলেন, ‘‘বিজেপি-র সঙ্গে জোট চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন আমরা আসন সমঝোতা নিয়ে কথা বলছি। কে কোথায় জিততে পারে, তা বিবেচনায় রেখে আলোচনা এগোচ্ছে।’’পরে সাংবাদিকদের অমরেন্দ্র বলেন, ‘‘আমাদের জোট নির্বাচনে বাজিমাত করতে চলেছে। এ কথা আমি ১০১ শতাংশ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। প্রয়োজন মনে করলে আপনারা এ কথা লিখে রাখুন।’’