কর্মিবর্গ প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। ছবি: পিটিআই
সুপ্রিম কোর্টের পাঠানো রিপোর্টের ভিত্তিতে মাদ্রাজ হাই কোর্টের এক প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনও মামলা করেনি সিবিআই। সংসদে এ কথা জানিয়েছেন কর্মিবর্গ প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। জিতেন্দ্র জানিয়েছেন, ওই রিপোর্ট খতিয়ে দেখে প্রাথমিক ভাবে কোনও অপরাধের প্রমাণ মেলেনি। তাই মামলা করেনি সিবিআই। সূত্রের খবর, মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হলেন বিচারপতি বিজয়া কে তাহিলারামানি।
সূত্রের খবর, বিচারপতি তাহিলারামানিকে মেঘালয় হাই কোর্টে বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁর বিরুদ্ধে রিপোর্ট দিয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নির্দেশে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সেই রিপোর্ট সিবিআইয়ের কাছে পাঠানো হয়।
বুধবার লোকসভায় ডিএমকে সাংসদ এ কে পি ছিনরাজ জানতে চান, ‘‘২০১৯ সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে কি মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআইকে কোনও নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট? এফআইআর করা হয়েছে কি? এফআইআর হয়ে থাকলে তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy