হাথরসের নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ওই ঘটনায় চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করেছে সিবিআই। সেপ্টেম্বরের ওই ঘটনার প্রেক্ষিতে সিবিআইয়ের চার্জশিটে স্পষ্ট বলা হয়েছে, ওই চারজন ধর্ষণ করে খুন করেছে দলিত তরুণীকে। এনডিটিভি এ খবর জানিয়েছে।
হাথরাসে ২০ বছরের দলিত তরুণীকে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় তোলপাড় হয়েছিল দেশ। শুধু তাই নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই খবর। রাজধানী দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ।
সিবিআই এই অভিযোগের পাশাপাশি তফশিলি জাতি/ জনজাতি আইনেও ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সিবিআই চার্জশিট জমা দেওয়ার পরেই এই একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে।
আরও খবর: মোষ পাচারকারী সন্দেহে বিহারে পিটিয়ে খুন, ধৃত ৬
হাথরস নিয়ে বিস্তর বিতর্ক তাড়া করেছিল যোগী প্রশাসনকে। অভিযোগ করা হয়েছিল, পুলিশ মধ্যরাতে পরিবারের অনুমতি না নিয়েই শেষকৃত্য করে দিয়েছে। তাই নিয়ে সারা দেশের মানুষ ক্ষেপে উঠেছিলেন। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়, পরিবারের অনুমতি নিয়েই এই শেষকৃত্য করা হয়েছে।
অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট ইলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ দেয়, যেন আদালতের নজরদারিতে সিবিআইয়ের তদন্ত পরিচালিত হয়। তবে অভিযুক্তরা আগাগোড়া দাবি করে আসছে, তারা নির্দোষ। যদিও চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি বলে দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী।
আরও খবর: কৃষকদের জরিমানা ৫০ লক্ষ! 'ভুল' শুধরানো হবে, জানাল পুলিশ