Advertisement
০৪ মে ২০২৪

লোকায়ুক্তের প্রথম মামলাই সিবিআইকে

তথ্য-অধিকার আইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গারো হিল স্বশাসিত পরিষদে ২০১৭-১৮ অর্থবর্ষে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন সমাজকর্মী নিলবাথ সি মারাক।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০১:৪৩
Share: Save:

মেঘালয় লোকায়ুক্তের প্রথম মামলাই সিবিআইয়ের হাতে গেল।

তথ্য-অধিকার আইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গারো হিল স্বশাসিত পরিষদে ২০১৭-১৮ অর্থবর্ষে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন সমাজকর্মী নিলবাথ সি মারাক। মূল অভিযোগ ছিল পরিষদ সদস্য ইসমাইল মারাকের বিরুদ্ধে। অভিযোগ, নিজের দুই বন্ধুকে এক কোটি টাকার প্রকল্পের বরাত পাইয়ে দিয়েছিলেন ইসমাইল। যদিও কোনও প্রকল্পই দিনের আলো দেখেনি। লোকায়ুক্ত কমিশনার পুলিশের তদন্তে খুশি না হয়ে সিবিআইকে তদন্ত চালিয়ে চার্জশিট দিতে নির্দেশ দিয়েছেন। অন্য দিকে, মণিপুরের একটি স্কুলের হস্টেলে এন বেবিসানা নামে ১৪ বছরের এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাচ্ছে। পরিবারের দাবি বেবিসানাকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় উত্তপ্ত রাজ্যে গতকাল বনধও ডাকা হয়। যৌথ মঞ্চের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সঙ্গে দেখাও করেন।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Lokayukta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE