Advertisement
১৯ এপ্রিল ২০২৪

করিমগঞ্জ কলেজে নজরদারি ক্যামেরা

কলেজ চত্বরে বিশৃঙ্খলা রুখতে সিসিটিভি ক্যামেরার নজরদারি চালু হল করিমগঞ্জ কলেজে। আজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ওই ব্যবস্থার উদ্বোধন করেন। সেখানে হাজির ছিলেন কলেজের অধ্যাপক, ছাত্ররা। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক সময়ই বহিরাগত ছাত্ররা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কলেজে ঢুকে পড়ে।

করিমগঞ্জ কলেজে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। —নিজস্ব চিত্র।

করিমগঞ্জ কলেজে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ০৩:০৩
Share: Save:

কলেজ চত্বরে বিশৃঙ্খলা রুখতে সিসিটিভি ক্যামেরার নজরদারি চালু হল করিমগঞ্জ কলেজে। আজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ওই ব্যবস্থার উদ্বোধন করেন। সেখানে হাজির ছিলেন কলেজের অধ্যাপক, ছাত্ররা। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক সময়ই বহিরাগত ছাত্ররা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কলেজে ঢুকে পড়ে। তাতে বিশৃঙ্খলা ছড়ানোর আশঙ্কা থাকেই। সিসিটিভি ক্যামেরার নজরদারি চালু হওয়ায় সেই সমস্যা অনেকাংশে কাটানো যাবে। বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগের বিভিন্ন জায়গায় ওই ক্যামেরাগুলি বসানো হয়েছে। বরাক উপত্যকায় করিমগঞ্জ কলেজের সুনাম বরাবরের। কিন্তু এখন প্রায়ই বহিরাগতদের ভিড়ে কলেজের পরিবেশ নষ্ট হয়। মারপিটও হয়। প্রমাণের অভাবে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। সেই সমস্যা কাটাতেই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক সূত্রে খবর, সে জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে প্রাথমিক ভাবে ৮টি সিসিটিভি ক্যামেরা কিনে দেওয়া হয়েছে। এর ফলে কলেজে সুষ্ঠু কাজকর্ম বজায় রাখতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন সেখানকার শিক্ষক-ছাত্ররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CCTV Karimganj College camera student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE